ফের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবারেও দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পার করল। দেশজুড়ে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪,০৩,৭৩৮ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছেন ৪,০৯২ জনের। এই নিয়ে পর পর ৪ দিন আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পার করল।

এখনও অবধি ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,২২,৯৬,৪১৪ জন। মোট মৃতের সংখ্যা ২,৪২,৩৬২ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,৮৬,৪৪৪ জন। এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭,৩৬,৬৪৮ জন। গত ২৪ ঘন্টায় ৩০,২২,৭৫,৪৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। টিকা দেওয়া হয়েছে ১৬,৯৪,৩৯,৬৬৩ জনকে।

দেশের মধ্যে সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৬,৫৭৮ জন। কর্ণাটকে একদিনে আক্রান্ত হয়েছেন ৪৭,৫৬৩ জন। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ৪১,৯৭১ জন। উত্তরপ্রদেশে একদিনে আক্রান্ত হয়েছেন ২৬,৬৩৬ জন। তামিলনাড়ুতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭,৩৯৭ জন। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯,৪৩৬ জন।

দেশজুড়ে অক্সিজেন এবং জীবনদায়ী ওষুধ সঠিকভাবে সরবরাহ হচ্ছে কি না তা যাচাই করতে ১২ জনের একটি টিম গঠন করেছে সুপ্রিম কোর্ট। সরকারী তরফে ঘোষণা করা হয়েছে কোভিড ছাড়াও যে কোনও ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা যাবে। ইতিমধ্যেই করোনার রাশ টানতে লকদাউন ঘোষণা করেছে একাধিক রাজ্য। লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিল উত্তরপ্রদেশ।

শনিবার কোভিড পরিস্থিতি জানতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্পর্কিত পোস্ট