নিহত চার জঙ্গির সঙ্গে পাক যোগ, দাবী ভারতীয় গোয়েন্দা বিভাগের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের নাগরোটায় একটি টোলের কাছে চার জইশ জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। নিহত চার জঙ্গির সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে বলে দাবী করল ভারতীয় গোয়েন্দা বিভাগ। যদিও এই অভিযোগ মানতে নারাজ পাকিস্তান।
তদন্তকারী সংস্থার দাবী, নিহত চার জইশ জঙ্গিকে দিয়ে বড়সড় হামলার ছক কষেছিল মাসুদ আজহারের ভাই মুফতি রউস আসগর। জঙ্গিদের মোবাইল, ওষুধ এবং আরও বেশ কিছু জিনিস থেকে স্পষ্ট করেছে গোয়েন্দা বিভাগ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছেন মুফতি রউফ আসগর এবং জইশের অপারেশনাল কম্যান্ডার কোয়ারি জারার। শাকড়্গড় থেকে সাম্বা সেক্টর হয়ে জঙ্গিরা ভারতে প্রবেশ করেছিল। এমনটাই অনুমান গোয়ান্দা বিভাগের।
গোয়েন্দা সূত্রের খবর, চার জঙ্গির কাছ থেকে ডিজিটাল মোবাইল রেডিও উদ্ধার করা হয়। যা ‘মাইক্রো ইলেকট্রনিক্স’ নামক পাকিস্তানি সংস্থার বলে জানা গিয়েছে। এমনকি মোবাইলে কথোপকথন থেকে স্পষ্ট হয়েছে পাক অধিকৃত কাশ্মীর থেকেই জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখা হত। এছাড়াও জঙ্গিদের ব্যবহৃত স্মার্ট ফোন, জুতো এবং ওষুধ পাকিস্তানের বলে দাবী করছে গোয়েন্দা বিভাগ। এছাড়াও তাঁদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ বড়সড় হামলার ছক, অমিত শাহের সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদি
বৃহস্পতিবার ভোর বেলা গোপন সূত্রে খবর পেয়ে নাগরোটায় একটি ট্রাককে থামায় নিরাপত্তা রক্ষীরা। গোপন সূত্রের খবর ছিল ওই ট্রাকে করে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চার জনের জঙ্গিদল। ট্রাক থামাতে দু’পক্ষের মধ্যে চলে গুলির লড়াই। চার জইশ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। আহত হন ২ জন নিরাপত্তারক্ষী।
চলতি মাস থেকেই শুরু হতে চলেছে জম্মু-কাশ্মীরের উন্নয়ন পর্ষদের নির্বাচন। গোয়েন্দা বিভাগের মতে, জম্মু-কাশ্মীরে ভোট বানচাল করতেই বড়সড় হামলার ছক কষেছিল জঙ্গিরা। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় তা বানচাল হয়।
আরও পড়ুনঃ জম্মু-কাশ্মীরের টোল প্লাজায় সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ৪ জঙ্গি
ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ একাধিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আঘাত রুখে দেওয়ার জন্য সেনাদের সাহসিকতার প্রশংসা করেন তিনি।