জামিনের পুর্নবিবেচনার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন চার নেতা

দ্য কোয়ার ওয়েবডেস্কঃ জামিনের পুর্নবিবেচনার আবেদন জানিয়েছে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন চার হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়। এমনটাই খবর তৃণমূল সূত্রে৷

সোমবার নিম্ন আদালতে জামিনের পরেও সিবিআই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। চার জনেরই অন্তর্বতীকালীম জামিনের আবেদনে স্থগিতাদেশ জানায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। বুধবার ফের শুনানির দিন ঘোষণা করে আদালত। ততদিন প্রেসিডেন্সি জেলে চার নেতা থাকবেন বলে জানা যায়।

তাই এবার হাইকোর্টে জামিনের পুর্নবিবেচনার জন্য আবেদন জানাবেন সুব্রত মুখার্জী, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে হাইকোর্টে আবেদন জানাবেন চার নেতা।

বুধবার নারদকাণ্ডের শুনানি রয়েছে প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চে। ওই দিনই জামিনের পুর্নবিবেচনার মামলা হবে আদালতে। সূত্রের খবর, আইনি লড়াইয়ের জন্য পৃথক পৃথকভাবে আবেদন জমা করবেন চার নেতা।

অন্যদিকে, মঙ্গলবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট জমা দিতে যাওয়ার কথা সিবিআইয়ের। সোমবার থেকে নারদকাণ্ড রাজ্য রাজনীতিতে আলাদা মোড় নিয়েছে। সোমবার রাতভর নাটকীয়তার পর ফের মঙ্গলবার সকাল থেকে বদলাচ্ছে ঘটনার গতিপ্রকৃতি।

সম্পর্কিত পোস্ট