ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত ৬ শিশু সহ ১৪ জন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গাড়ি এবং লরির সংঘর্ষে মৃত ৬ শিশু সহ ১৪ জন। ভয়াবহ পথদুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের প্রতাপগড়। মৃতদেহ উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।

পুলিশ এসপি অনুরাগ আর্য জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে প্রতাপগড়ের দেশরাজ ইনারা গ্রামের কাছে প্রয়াগরাজ-লখনউ হাইওয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে গাড়িটি।

পুলিশ সূত্রের খবর, পাশের একটি গ্রামের বিয়েবাড়ি থেকে ফিরছিলেন গাড়ির যাত্রীরা। প্রত্যেকেই কুন্ডা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। দ্রুতগতিতে এসে লরিটিকে সজোরে ধাক্কা মারে লরিটি। প্রচন্ড গতি থাকার কারণে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। গাড়িতে থাকা ১৪ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে ৬ জন শিশু এবং ৮ জন পুরুষ ছিলেন বলে জানা গিয়েছে। শিশুদের প্রত্যেকের বয়স ৭ থেকে ১৫ এবং পুরুষদের বয়স ২০ থেকে ৬০ অবধি হবে বলে মনে করা হচ্ছে।

মৃতদের পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ করে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় দুখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারকে সমস্ত রকম সাহায্যের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। পরিবার এবং গ্রামের প্রধানের সঙ্গে কথা বলে সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন সুপারিটেনডেন্ট অব পুলিশ অনুরাগ আর্য।

সম্পর্কিত পোস্ট