মোবাইল টাওয়ার বসানোর নাম করে ৮০ লাখ টাকার প্রতারণা, সিল দুই সংস্থা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মোবাইলের টাওয়ার বসানোর নাম করে ৮০ লাখ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই। ধৃত দুজনই দুটি কোম্পানির ডিরেক্টর বলে জানা গেছে।অভিযুক্তদের গ্রেফতার করেছে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, চলতি বছরের ১৫ জুলাই একটি কেস রেজিস্টার হয়। অভিযোগটি করেন ইটালগাছা এলাকার বাসিন্দা কাশীনাথ সেন। তার অভিযোগ তার কাছে একটি ফোন আসে এই মর্মে যে তার বাড়িতে মোবাইলের টাওয়ার বসানো হবে।

সেই মতো তার কাছ থেকে ৮০ লাখ টাকা দাবি করা হয়। সেই টাকা কাশীনাথ বাবু দেন। যখন তিনি বুঝতে পারেন যে তার সঙ্গে প্রতারণা হয়েছে তখন তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/hathrastruthexposed-suspended-5-policemen-whole-country-waiting-for-truth-to-be-revealed/

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার লেকটাউন এলাকায় দুটি অফিসে হানা দেয়। দুটি কম্পানির নাম দেবম অ্যাডভাইজার প্রাইভেট লিমিটেড( DEBAM ADVISORS PRIVATE LIMITED) ও কার্ডকার্ট ট্রেডিং প্রাইভেট লিমিটেড (KARDKART TRADING PRIVATE LIMITED)।

এরপর ওই দুটি কোম্পানির দুই ডিরেক্টর দেবব্রত চক্রবর্তী ও সমিক দেবনাথকে গ্রেফতার করা হয়। দুজনই রাজারহাটের বাসিন্দা বলে জানা গেছে। এই অফিস দুটি সিল করে দেওয়া হয়েছে।

কিছু ব্যাংকের নথি,অফিস রিলেটেড নথি,৫০ হাজার টাকা ৫০০ টাকার নোটে ও বেশ কিছু এটিএম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

সম্পর্কিত পোস্ট