উর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে আক্রান্ত ১ লক্ষ ৬৮ হাজার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ছয় দিনে আবার বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১,৬৮,৯১২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১.৩৫ কোটি পার করেছে। ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৯০৪ জন। ভারতে করোনায় প্রাণ হারিয়েছেন ১,৭০,১৭৯ জন।
ইতিমধ্যেই মোট আক্রান্তের নিরিখে ব্রাজিলকে পিছনে ফেলে একধাপ এগিয়ে গেল ভারত। সর্বাধিক আক্রান্তের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রেই রয়েছে।
ভারতের মধ্যে সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩,২৯৪ জন। মৃত ৩৪৯ জন। করোনার সঙ্গে মোকাবিলার ক্ষেত্রে চলতি সপ্তাহে লকডাউনের পথে হাঁটতে চলেছে মহারাষ্ট্রের সরকার।
আরও পড়ুনঃ দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ পার
কর্ণাটকে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১০,২৫০ জন। কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬,৯৮৬ জন। উত্তরপ্রদেশে একদিনে আক্রান্ত হয়েছেন ১৫,২৭৬ জন। ছত্তিসগড়ে আক্রান্তের সংখ্যা ১০,৫২১ জন।
রাজধানী দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০,৭৭৪ জন। রাজধানীতে এটি করোনার চতুর্থ ধাক্কা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরিস্থিতি নিয়ে আজই বৈঠকে বসতে চলেছেন তিনি।
করোনা আবহে উত্তরাখণ্ডের হরিদ্বারে পালিত হচ্ছে কুম্ভ মেলা। সোমবার এই উপলক্ষে পুণ্যস্নানে হাজির হয়েছেন হাজারো ভক্তরা। সেখানেই কোভিড বিধিভঙ্গের ছবি একেবারে স্পষ্ট।
কোভিড মোকাবিলায় গত ২৪ ঘন্টায় ২৯ লক্ষের বেশী মানুষকে ভ্যাক্সিন দেওয়া হয়েছে। উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে রেমডেসিভিয়ারের রপ্তানি বন্ধ করেছে কেন্দ্র সরকার।