মুকুলের বিধায়ক পদ খারিজের খসড়া প্রস্তুত বিজেপির, শুক্রবার মুখোমুখি স্পিকার-শুভেন্দু

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দলত্যাগ বিরোধী আইনে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত অভিযোগের শুক্রবার শুনানি হবে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আগামীকাল দুপুরে নিজের ঘরে অভিযোগকারী বিজেপি পরিষদীয় দলকে শুনানির জন্য ডেকেছেন।

তাদের নিজেদের অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ সহ উপস্থিত হতে বলা হয়েছে বলে জানা গেছে। বিজেপি পরিষদীয় দল সূত্রে জানা গেছে মুকুল রায় প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তার স্বপক্ষে সমস্ত তথ্য প্রমাণ অধ্যক্ষের কাছে পেশ করা হবে। এই সংক্রান্ত ভিডিও ক্লিপিংস তারা অধ্যক্ষের হাতে তুলে দেবেন। এদিনই প্রথমবার বিধানসভায় অধ্যক্ষের মুখোমুখি হবেন শুভেন্দু অধিকারী।

পিএসসি চেয়ারম্যানের পদে মুকুল রায়ের নাম নিয়ে প্রথম থেকেই তুমুল বিরোধিতা করেছিল বিজেপি। ঘরে বাইরে বিক্ষোভ দেখিয়েও লাভ হয়নি। শেষ পর্যন্ত মুকুল রায়ের নামেই শিলমোহর দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে মাঠে নামছে বিজেপি। শুক্রবার বিধানসভায় স্পিকারের ঘরে হবে শুনানি।

উপনির্বাচনের ৭ টি কেন্দ্রে করোনা পরিস্থিতি খতিয়ে দেখছে রাজ্য সরকার

সূত্রের খবর যে খসড়া তৈরি হয়েছে স্পিকারকে দেওয়ার জন্য সেটা খ্যাতনামা আইনজীবী রাম জেঠমালানির পুত্র মহেশ জেঠমালানি এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব তৈরি করেছেন। তাতে আবার চোখ বুলিয়েছেন বিজেপির বিধায়ক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অম্বিকা রায়। এর থেকেই স্পষ্ট, আইনি দিক থেকে কোমর কষে মাঠে নামছে বিজেপি।

মুকুল রায়ের বিরুদ্ধে জমা পড়বে ভিডিও সিডি। সূত্রের খবর গোটা বিষয়টি নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যপাল জাগদীপ ধনকরের কথাও হয়েছে। স্পিকার যদি বিষয়টি নিয়ে টালবাহানা করেন তাহলে বিজেপি নেতৃত্ব আদালতের দ্বারস্থ হতে পারেন বলে জানা গেছে।

২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে দলবদলু বিধায়কের সংখ্যা ৪০ এর আশেপাশে। কিন্তু বিধায়ক পদ খারিজ হয়নি কারোর। নজর থাকবে আগামীকাল বিধানসভায় শুনানির দিকে।

সম্পর্কিত পোস্ট