২৫ জুলাই থেকে সম্পূর্ণ লকডাউন বারাসাত, ছাড় মিলবে জরুরী পরিষেবায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী ২৫ শে জুলাই শনিবার থেকে ৩১ জুলাই শুক্রবার পর্যন্ত সাতদিন সম্পূর্ণ লকডাউন করার সিদ্ধান্ত নিল বারাসাত পৌরসভা।
বুধবার পৌরসভায় সর্বদলীয় বৈঠকে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করে বারাসাত পৌরসভা। এই সাতদিন বারাসাত পৌরসভার ৩৫ টি ওয়ার্ডে সম্পূর্ণ লকডাউন রাখার নির্দেশ দেয়া হয়েছে পুরসভার তরফে।
নিত্য প্রয়োজনীয় পরিষেবা ব্যতিরেকে বাজারহাট সমস্ত কিছুই বন্ধ থাকবে। জরুরী পরিষেবার গাড়ি ছাড়া ও জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া কেউ রাস্তায় বেরোতে পারবে না।
পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে অযথা বাইরে বেরোলে তাকে রাজ্য স্বাস্থ্য আইন অনুসারে গ্রেপ্তার করা হতে পারে। আইন ভাঙার অভিযোগে হতে পারে জেল ও জরিমানা দুটোই।
সুশান্তকে উৎসর্গ করে গান গাইলেন টিম ‘দিল বেচারা’
যে সমস্ত সরকারি ও বেসরকারি কর্মীরা বারাসাত পৌরসভার অধীনে বসবাস করেন তাদেরকে স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে সংগৃহীত সার্টিফিকেট এর মাধ্যমে এই সাতদিন অফিসের ছুটি মঞ্জুর করা হবে বলেও বারাসাতের পৌর প্রশাসক সুনীল মুখোপাধ্যায় জানান।
বন্ধ থাকবে অটো টোটো সহ সমস্ত যান চলাচল ব্যবস্থা। সর্বদলীয় বৈঠকে ইতিমধ্যেই সীলমোহর দিয়েছে মহকুমা উপজেলা প্রশাসন।
এদিন সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন বামফ্রন্টের ৩ শরিক সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, সিপি আই, বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধিরাও সর্বদলীয় বৈঠকে তাদের মতামত প্রকাশ করেন।