১৮ বছরের উর্ধ্বে সকলেই পাবেন ভ্যাকসিন, ঘোষণা কেন্দ্রের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিনের পর দিন বেড়ে চলেছে করোনার দাপট। এর মধ্যেই বড় ঘোষণা কেন্দ্রের। ১ মে থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলেই পাবেন ভ্যাকসিনের টিকা।

সোমবার করোনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওইয়া হয়েছে।

সরকারী হাসপাতালগুলির পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকে ভ্যাকসিন সংগ্রহ করার কথাও বলা হয়েছে।  বেসরকারি টিকাদান সংস্থাগুলিকে স্বচ্ছ্বভাবে দাম ঘোষণার কথা বলা হয়েছে।

বিশেষজ্ঞদের তরফে বারবার বলা হচ্ছিল, করোনার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ১৫ থেকে ৪৫ বছর বয়সী। কিছুদিন আগেই ১৮ বছরের পর থেকেই ভ্যাকসিন দেওয়ার জন্য আর্জি জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার সেই পথেই হাঁটল কেন্দ্র।

টিকা তৈরির জন্য দুই সংস্থা সেরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেককে ৪৫০০ কোটি টাকা ঋণ দেবে কেন্দ্র। সাম্প্রতিক পরিস্থিতির দিকে নজর রেখেই টিকা প্রক্রিয়ায় গতি আনতে চাইছে কেন্দ্র।

সম্পর্কিত পোস্ট