সোমবার থেকে রাস্তায় নামছে ১২০০ সরকারি বাস ও ৪৫০০ বেসরকারি বাস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার থেকেই শহরের চিত্রটা বদলাতে শুরু করবে। এদিন থেকেই সমস্ত সরকারি বেসরকারি অফিস খুলে যাচ্ছে। খুলে যাচ্ছে শপিং মল-রেস্তোরাঁগুলি।
গত সপ্তাহের থেকে অনেক বেশি মানুষ কাল পথে নামবে এই অবস্থায় তাঁদের চরম ভোগান্তির মধ্যে পড়ার সম্ভাবনা। কারণ এখনও লোকাল ট্রেন বন্ধ, অফিস-যাত্রীদের ভিড় সামাল দেওয়ার মতো যানবাহন এই মুহূর্তে রাস্তায় নেই।
গত কয়েক দিন রাস্তায় নেমে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করতে হয়। সোমবারও সেই একই ছবি দেখা যাবে বাংলায়?
এদিকে রবিবার বেসরকারি বাস মালিকদের নিয়ে বৈঠকে বসেন পরিবহন দফতরের কর্তারা। এই বৈঠকে বেসরকারি বাস মালিকদের কাছে জানতে চাওয়া হয়েছে ঠিক কত সংখ্যক বাস এদিন নামতে চলছে।
যদিও সরকারের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে রাস্তায় থাকবে ১২০০-র বেশি সরকারি বাস। সাধারণ মানুষকে পরিষেবা দিতে বনধের দিন যেভাবে সরকারি বাস চালানো হয় সেভাবেই সরকারি বাস চালানো হবে।
তবে এদিন সরকারের তরফে বেসরকারি বাস মালিকদের কাছে আবেদন জানানো হয়, অন্তত সারে চার হাজার বেসরকারি বাস যেন নামানো হয়।
সিইএসসির অপ্রস্তুতির জন্য কলকাতা বাসীদের ভুগতে হয়েছে: বিদুৎমন্ত্রী
যদিও জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, সরকারের তরফে আরও বেশি করে বেসরকারি বাস নামানো জন্য অনুরোধ জানানো হয়েছে।আমরা আমাদের মতো করে বাসের সংখ্যা বাড়ানোর চেষ্টা করব। তবে বাস্তব সরকারকেও বুঝতে হবে। বাস নামনোর কথা বললেই বেশি সংখ্যক বাস নামনো যাবে এমন নয়। আসলে বাসগুলি কি অবস্থায় আছে, বাস চালানোর কর্মী হাতে আছে কিনা তাও তো দেখতে হবে।
তিনি বলেন, সরকারের ওপর আমাদের ভরসা আছে। বাস-ভাড়া বৃদ্ধি যে সমস্ত দাবির কথা আমরা সরকারের কাছে করেছিলাম আশা করছি সে ব্যাপারে ভবনা চিন্তা করবে সরকার।
এদিকে বেসরকারি বাসের ক্ষেত্রে ইচ্ছা-খুশি মতো ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে বারে বারে। এদিনের বৈঠকে ঠিক হয়েছে আগামী বুধবার বেসরকারি বাসের ভাড়া নির্ধারণে গড়া রেগুলেটরি কমিটি বৈঠকে বসছে। সেখানেই ঠিক হবে আগামীতে বেসরকারি বাস ভাড়া কি হতে চলেছে।
গত শুক্রবার পরিবহন কর্তাদের নিয়ে একটি রেগুলেটরি কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটিতে থাকছেন পরিবহন দফতরের অধিকর্তা বিশ্বজিৎ দত্ত, যুগ্ম সচিব অমিতাভ সেন, পরিবহন দফতরের নোডাল অফিসার চপল বন্দ্যোপাধ্যায়।
আমাদের রাজ্যে বেসরকারি বাসের ভাড়া নিয়ন্ত্রকের ভূমিকায় এখনও রাজ্য সরকারই রয়েছে। বেসরকারি বাস মালিকদের দাবি ছিল বাসের ভাড়া বৃদ্ধি করতে হবে। প্রথম দিকে যেহেতু ঠিক ছিল ২০ জন যাত্রী নিয়ে বাস চালাতে হবে, তাই তাদের দাবি ছিল বাসের ভাড়া দ্বিগুণ করতে হবে।
তবে এখন অবশ্য বেসরকারি বাস মালিকরা সেই দাবি থেকে অনেকটাই সরে এসেছে। সেক্ষেত্রে তাদের দাবি পরিকাঠামো খরচ, জ্বালানী খরচ, শ্রমিকদের দৈনিক মজুরি বিবেচনা করে ভাড়া নির্ধারণ করতে হবে।
এক্ষেত্রে বেসরকারি বাস মালিকদের তরফে বেসরকারি বাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া ৭ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা এবং মিনিবাসের ক্ষেত্রে ৮ টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা করার জন্য দাবি জানাতে পারে।
এখনও পর্যন্ত বুধবার ভাড়া নির্ধারণের কথা থাকলেও কাল কিন্তু পুরনো ভাড়াতেই পথে বাস নামবে।