উত্তরের পর দক্ষিণ, হুইলচেয়ারে করে প্রার্থীদের হয়ে প্রচার সারলেন মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৈশাখের তপ্ত দুপুরেই ফের হুইল চেয়ারে করে রোড শো মমতার। উত্তরের পর রবিবার নামলেন দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতার প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়, দেবাশীষ কুমার ও শোভন দেব চট্টোপাধ্যায়দের হয়ে এদিনই ভোট প্রচার সেরে ফেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

ভবানীপুর, অর্থাৎ নিজের এতদিনের লড়াইয়ের জায়গা ছেড়ে এবার এগিয়ে দিয়েছেন দলের নির্ভরযোগ্য নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। মূলত তাঁরই হয়ে এদিন প্রচারে রাজপথে নামলেন মমতা।

তৃণমূলে একটা প্রবাদ আছে, মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলেই ভিড় পথে নামে। গ্রীষ্মের প্রবল রোদ, আর করোনার দাপট উপেক্ষা করেই এদিন কাতারে কাতারে মানুষ মমতার সঙ্গে পথ হাঁটলেন। আর এই ভিড় বলে দিল গেরুয়া হাওয়া কলকাতার বুকে যতই বাড়ুক মানুষের সমর্থন এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে।

ঘরে ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা, নতুন করে রাজ্য জুড়ে বাড়ছে আতঙ্ক

রাস্তার মাঝে হুইলচেয়ারে বসেই হাতে মাইক্রোফোন তুলে নেন মমতা। বলেন, ”আপনারা তৃণমূল প্রার্থীদের জয়ী করবেন। ওঁরা কাজ করেছেন, আরও কাজ করবেন। ভোটটা দেবেন সবাই।” বার্তা সংক্ষিপ্তই। কিন্তু তার মধ্যে লুকিয়ে আসল কথা। কাজ আরও চাইলে, তৃণমূল প্রার্থীদের জয়ী করতেই হবে। বিশেষত কলকাতার এই অঞ্চলে তৃণমূলের পাল্লা ভারী।

দু, একটি কেন্দ্রে বিজেপির উত্থান যদিও চিন্তায় রাখছে। তবে তৃণমূল নেত্রী আত্মবিশ্বাসী। দক্ষিণ কলকাতার ভূমিকন্যা তিনি। এখানে তাঁর দল ভালো ফল করবেই।

সম্পর্কিত পোস্ট