এবার থেকে বন্ধ থাকা ছয় রাজ্যেও যাবে কলকাতার বিমান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমবর্ধমান করোনা সংক্রমণ আটকাতে কিছু শহর থেকে বিমান ওঠা-নামার ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করেছিল রাজ্য সরকার।
মুম্বই, পুণে, দিল্লি, চেন্নাই, নাগপুর এবং আমদাবাদ– ওই সব শহরগুলি থেকে যাতে বিমান না আসে, সেই অনুরোধ জানিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিল রাজ্যের মুখ্যসচিব রাজীবা সিনহা।
রাজ্যের আর্জি মেনে ৬ -১৯ জুলাই ওই ছয় শহরের বিমান যাতায়াতের ওপরে নিষেধাজ্ঞা জারি হয়। পরে তা ৩১ জুলাই পর্যন্ত বাড়ান হয়। আর সর্বশেষ বিজ্ঞপ্তিতে ওই নিষেধাজ্ঞা বাড়িয়ে ১৫ অগাস্ট পর্যন্ত করা হয়।
তবে ১৫ আগস্টের পর যাত্রীদের ওই ছয় শহরে যাওয়ার ব্যাপারে আপত্তি জানায়নি রাজ্য । আর সে কারণেই এবার কলকাতা থেকে মুম্বই, পুণে, দিল্লি, চেন্নাই, নাগপুর ও আমদাবাদ যাওয়ার বিমান পরিষেবা সোমবার থেকেই চালু হয়ে গেল।
পথে খারাপ ‘কোবাস’, কেন বার বার বাংলায় পাঠানো জিনিসগুলির ক্ষেত্রেই এমন হচ্ছে? উঠছে প্রশ্ন
কিছুদিনের মধ্যে তা বাগডোগরা ও দুর্গাপুর থেকেও ঘরোয়া বিমান পরিষেবা চালু হবে। কিন্তু ওই ৬ শহর থেকে আসা কোনও বিমানই নামতে পারবে না রাজ্যের এই ৩ বিমানবন্দরে।
কিছুদিন আগে বিদেশ থেকে বিমানে কলকাতায় আসার ব্যাপারে আংশিক অনুমতি দিয়েছে রাজ্য সরকার। বন্দেভারত মিশন কিংবা সাধারণ উড়ানে বিদেশ থেকে কলকাতায় ফেরার এখনও অনুমতি না দিলেও রাজ্য সরকার জানিয়ে দিয়েছে শুধুমাত্র চার্টার্ড ফ্লাইটে বিদেশ থেকে কলকাতায় ফিরতে পারবেন যাত্রীরা।
তবে অনুমতি দিলেও সব ফ্লাইট কলকাতায় চাইলেই যে নামতে পারবে, এমন সুযোগ নেই। এ ক্ষেত্রে ‘কেস টু কেস’ অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
প্রতিটি চার্টার্ড ফ্লাইট আসার আগে রাজ্য সরকারকে ওই ফ্লাইটের বিস্তারিত জানাতে হবে। তার ভিত্তিতেই অনুমোদন দেবে সরকার।