এবার থেকে বৃত্তিমূলক শাখার পড়ুয়ারাও ট্যাব-স্মার্টফোন কেনার সরকারি অনুদান পাবেন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের ভোকেশনাল বা বৃত্তিমূলক শাখার পড়ুয়ারাও ট্যাব-স্মার্টফোন কেনার সরকারি অনুদান পাবেন। সম্প্রতি বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ অধিকর্তা নির্দেশিকা দিয়েছেন, এ বছরে বৃত্তিমূলক শাখার দ্বাদশ শ্রেণির যে ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসবেন, তাঁদেরও ট্যাব বা স্মার্টফোন কেনার টাকা দেওয়া হবে।
এজন্য বৃহস্পতিবারের মধ্যে যোগ্য পড়ুয়াদের ব্যাংক ডিটেইলস পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। এর ফলে রাজ্যের প্রায় ৭০ হাজার থেকে এক লক্ষ দ্বাদশ শ্রেণীর সমতুল বৃত্তিমূলক পড়ুয়া উপকৃত হবেন বলে কারিগরি শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে।
আগামী সপ্তাহে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী
প্রসঙ্গত, ট্যাব বা স্মার্টফোন কিনে ছাত্রছাত্রীদের দেওয়া সম্ভব নয় বলে প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। গোটা রাজ্যে মোট ২৬০০ বৃত্তিমূলক শিক্ষার স্কুল রয়েছে। এর মধ্যে ৭০০ মতো স্কুল রয়েছে ‘ন্যাশনাল স্কিল ফ্রেমওয়ার্ক’-এর আওতায়।
সাধারণত, মেধা তুলনায় কম অথচ হাতের কাজ ভাল, গরিব পরিবারের এমন ছাত্রছাত্রীরা যাতে প্রশিক্ষণ বা শিক্ষার আওতার বাইরে না বেরিয়ে যান, তা নিশ্চিত করতেই এমন স্কুলগুলি চালানো হয়।