এবার থেকে তৃণমূল ভবনে নিয়মিত বসবেন তৃণমূল নেতারা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উৎসব শেষ। রাজনৈতিক কর্মকাণ্ডের মূলস্রোতে ধীরে ধীরে ফিরছে রাজনৈতিক দলগুলি। এই অবস্থায় বোধহয় সবেচেয়ে সিরিয়াস রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই কালক্ষেপ না করে ভাতৃদ্বিতীয়ার দিনই দলের নেতাদের একাংশের জন্য ‘রস্টার’ তৈরি করে দিল দল। ভোটের আগে বিভিন্ন বিষয়ে দলের বক্তব্য তুলে ধরতে এরাই হবেন মুখ। এবার আর সংবাদমাধ্যমকে খবরের জন্য বা প্রতিক্রিয়া নিতে নেতাদের দরজায়-দরজায় ঘুরতে হবে না।

সোমবার দলের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, যে এবার থেকে বেলা ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত তৃণমূল ভবনের মিডিয়া সেন্টারে হাজির থাকবেন দলের শীর্ষ নেতাদের একাংশ। যে কোনও বিষয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া চাইলে বাংলা, ইংরেজি বা হিন্দিতে এরা দলের হয়ে প্রতিক্রিয়া জানাবেন।

তৃণমূলের একাংশের মতে, এই ভাবে সময় বেঁধে দায়িত্ব ভাগ করে দেওয়ার মধ্য দিয়ে দলে শৃঙ্খলা ও পেশাদারিত্বের বার্তা আরও বেশি করে দিতে চাইছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, সংবাদমাধ্যমে কারা কথা বলবেন, সেই মুখপাত্রদের তালিকা আগেই জানিয়ে দিয়েছিল তৃণমূল। এ বার সেই নামগুলির মধ্যে কয়েকজনের নাম আরও নির্দিষ্ট করে বেছে নিয়ে তাঁদের জন্য এই সাপ্তাহিক ‘রস্টার’ তৈরি করে দেওয়া হল।

দলীয় নেতৃত্বের অনুমান, আগামী বিধানসভা ভোট পর্যন্ত এই তালিকাই বহাল থাকবে। তবে একইসঙ্গে তাঁরা জানাচ্ছেন, দলনেত্রী মনে করলে এর মধ্যে প্রয়োজনীয় রদবদলও করতে পারেন।

‘রস্টার ডিউটি’ থাকবে সপ্তাহের ৬দিন। রবিবার ছুটি। সোমবার এবং শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়। আবার বৃহস্পতি এবং শনিবার কথা বলবেন বিশ্বজিত্‍ দেব।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/to-make-a-roadmap-for-bidhansabha-election-left-and-congress-will-met-tuesday/

এ ছাড়া মঙ্গলবার মন্ত্রী শশী পাঁজা, বুধবার ওমপ্রকাশ মিশ্র, বৃহস্পতিবার নির্বেদ রায় এবং শনিবারের জন্য নাদিমুল হকের নাম রয়েছে ‘রস্টারে’।

বৃহস্পতিবার এবং শনিবারের জন্য ‘রস্টারে’ ২ জন করে নেতার নাম রয়েছে। বাকি ৪দিন একজন করেই ওই দায়িত্ব সামলাবেন।

তা ছাড়াও, সপ্তাহের ‘যে কোনও একটি দিন’ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন রাজ্যসভা সাংসদ দীনেশ ত্রিবেদী এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।

তৃণমূল সূত্রের খবর, সেইদিনটি ঠিক হবে সংশ্লিষ্ট দিনের ঘটনা এবং তালিকাভুক্ত নির্দিষ্ট কারও অনুপস্থিতির ভিত্তিতে।

‘রস্টারে’ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন নেতাদের রাখা হয়েছে। রাজ্য রাজনীতি, জাতীয় রাজনীতি, বিদেশনীতি, আইনশৃঙ্খলা-সহ বিভিন্ন বিষয়কে মাথায় রেখেই ওই দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বলে তৃণমূল ভবন সূত্রের বক্তব্য।একই সঙ্গে এই বক্তা তালিকায় প্রবীণ অভিজ্ঞ ও নবীনদের যথার্থ মেলবন্ধন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট