বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে বন্ধ বিজন সেতু, কোন রুটে চলবে গাড়ি?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভার বহন ক্ষমতা সহ স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজ্য সরকার দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বিজন সেতু চারদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১৮ তারিখ ভোর ৫টা পর্যন্ত এই সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে।

বালিগঞ্জ ও কসবার মধ্যে সংযোগকারী দক্ষিণ কলকাতার এই সেতু বন্ধ থাকার ফলে গড়িয়াহাট ও কালিকাপুর দিয়ে সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।

অন্যদিকে চেতলা আরসিসি সেতুটি ও একই কারণে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১৮ তারিখ ভোর ৫ টা পর্যন্ত বন্ধ থাকবে বলে পুলিশ জানিয়েছে।

এই কারণে দুটি সেতু বন্ধ থাকার সময় সেতুর উপর দিয়ে চলাচলকারি যানবাহন অন্যপথে ঘুরিয়ে দেওয়া হবে।

রেড জোনকে তিন ক্যাটাগরিতে ভাগ মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, আজ থেকেই রাস্তায় নামছে সরকারি বাস৷১৫টি রুটে সরকারি বাস চালাবে রাজ্য পরিবহন নিগম৷ তবে একটি বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না, নির্দেশ রাজ্য সরকারের৷ কনটেন্টমেন্ট জোনে চলবে না কোনও বাস বা অ্যাপ ক্যাব ৷

বাস চলবে যে রুটগুলিতে-

  • হাওড়া থেকে কামালগাজি(S24)
  • হাওড়া থেকে নিউটাউন(S12)
  • হাওড়া থেকে গড়িয়া (S7,S5)
  • হাওড়া থেকে ঠাকুরপুকুর (S12D)
  • হাওড়া থেকে বারুইপুর (C26)
  • এসপ্ল্যানেড থেকে আমতলা (C37)
  • ডানলপ থেকে বালিগঞ্জ (S9A)
  • যাদবপুর থেকে করুণাময়ী (S9)
  • জোকা থেকে বারাসত (C8)
  • উল্টোডাঙা থেকে সল্টলেক(ST7)
  • বারাসত থেকে গড়িয়া (S37)
  • টালিগঞ্জ করুণাময়ী থেকে নিউটাউন (ST6)

বুধবার থেকে চালু হচ্ছে অ্যাপ ক্যাবও৷ কোনওভাবেই অ্যাপ ক্যাবে ২ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না ৷

সম্পর্কিত পোস্ট