আজ থেকেই শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্ট নামে পরিচিতি পাবে কলকাতা বন্দর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ঘোষণা করা হয়েছিল আগেই। এবার কাগজে কলমে বদলে গেল কলকাতা বন্দরের নাম।

আজ বৃহস্পতিবার থেকেই কলকাতা বন্দরের নতুন নাম শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্ট। পূর্ব ঘোষণা মতোই এই প্রক্রিয়া বলে বন্দর সূত্রে খবর।

প্রসঙ্গত, কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানেই তিনি বন্দরের নতুন নামকরণের কথা জানিয়েছিলেন। তবে বন্দরের নাম পাল্টানোর ক্ষেত্রে রাজ্যের আপত্তি নেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষকদের ছুটি নয়, নির্দেশিকা সংসদের

উল্লেখ্য, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বন্দরের এই নয়া নামকরণ অনুমোদন পেয়ে যায়। বৃহস্পতিবার থেকেই কলকাতা বন্দরের নাম হয়ে গেল শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্ট।

এর আগে রাজ্য সফরে এসেই বন্দরের না বদলের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন অবশ্য বিভিন্ন মহল থেকে কেন্দ্রের নয়া প্রস্তাবের সমালোচনা করা হয়।

এ দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই জানিয়ে দেন, ‘কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্ট হলে আমার কোনও সমস্যা নেই।’

সম্পর্কিত পোস্ট