পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব বর্ধমান, ক্রমশ বাড়ছে শুভেন্দুর অনুগামীর সংখ্যা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুর্ব মেদিনীপুরের পর এবার পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসে ভাঙন। তৃণমূল থেকে ইস্তফা দিলেন দাঁতন ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক রুদ্রাংশু বেরা। গত কয়েকমাস ধরে তাঁকে দলীয় কর্মসুচীতে ডাকা হয়নি বলে অভিযোগ।

অন্যদিকে, এবার দল ছাড়ার হুমকি দিলেন বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ সুনীল মণ্ডল। তিনি বলেন, “আমার পক্ষে দলে থাকা মুশকিল। যাদের হাতে দলের ক্ষমতা আছে তারা চান না যে দলটা থাকুক। একজন বিধায়ক একটা ক্লাব থেকে টাকা তুলেছে সেটা নিয়ে আমি স্বপন দেবনাথ ও অরূপ বিশ্বাস কে চিঠি দিয়েছি। কিন্তু দল সেই বিধায়ককে উচ্চপদে আসন দিয়ে দিল।”

তিনি আরও বলেন, “দল এই বিপদের মুখেও এক জোট হচ্ছে না। সেজন্যই আসানসোলের জিতেন্দ্র তিওয়ারি, বর্ধমানের খোকন দাসদের মত একনিষ্ঠ কর্মীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। দীর্ঘদিন ধরে দাবিয়ে রাখা হলে বিস্ফোরণ ঘটবেই। দলের মধ্যে যারা তোলাবাজি করছে তারা ভালো জায়গা, ভাল পদ পাচ্ছে। তার ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।”

এরই মাঝে জল্পনা তৈরী হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংসদ সুনীল মন্ডলের পোস্টারকে কেন্দ্র করে। শুভেন্দু ও সুনীল মণ্ডলের সাক্ষাৎ-এর সম্ভাবনা প্রবল রয়েছে বলে জানা গেছে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/rajib-banerjee-poster-at-medinipur-amra-dadar-sathi/

মনে করা হচ্ছে শুভেন্দু যে দাবি যে ১২ জন বিধায়াক ও দুজন সংসদ তার সঙ্গে রয়েছন সেই সূচিতে সুনীল মণ্ডল ও শীলভদ্র দত্তর নাম রয়েছে। অনুমান করা হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে এই দুজন বিজেপিতে যোগদান করতে পারে।

এবার ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদারের নামে দাদার অনুগামীর পোস্টার। তৃণমূলের ওই নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে দাবী করা হচ্ছে। তৃণমূলের ওই নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে দাবী করা হচ্ছে।

গত সাড়ে চার বছরে কাজ করতে দেওয়া হয়নি জানিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক। তবে কে পোস্টার লাগিয়েছে, সেই বিষয়ে তাঁর জানা নেই।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/2021-assembly-election-cm-mamata-banerjee-concern-about-darjeeling/

তৃণমূল সূত্রে জানা গিয়েছে ,ডায়মন্ড হারবারে এবার জে পি নাড্ডার পাল্টা সভা করবে তৃণমূল। তৃণমূলের যুব সভাপতি তথা সাংসদ অভিষেক এর লোকসভা কেন্দ্রে সভা করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তারই পালটা সভা করার প্রস্তুতি নিল তৃণমূল কংগ্রেস।

আগামী ২৭ ডিসেম্বর ডায়মন্ডহারবারে সভা করবেন সংসদ অভিষেক বন্দোপাধ্যায়। তবে সেই মঞ্চে দীপক হালদারকে দেখা যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে দলেরই অন্দরে।

সম্পর্কিত পোস্ট