টানা বৃষ্টিতে ফুঁসছে ফুলহার নদী, ভেঙে যাওয়া বাঁধের মেরামতি শুরু
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ সকালে ফুলহার নদীর জলের তোরে ভেঙে যাওয়া নির্মিয়মান বাঁধের কাজ শুরু করল মালদা জেলার সেচ দপ্তরের কর্তারা। কি কারণে ভেঙে গেল তা নিয়েও শুরু হয়েছে তদন্ত।
তিন সদস্যের প্রতিনিধি দল এলাকায় গিয়ে সরজমিনে তদন্ত করেন এদিন। তদন্তকারী দলের এক আধিকারিকের দাবী নতুন মাটি দেওয়ার ফলে এই বিপত্তি হয়েছে। তবে আপতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় ভেঙে যাওয়া অংশ মেরামতি শুরু হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ বর্ষার মুখে এই কাজ করার জন্য এমন বিপত্তি। শুখা মরসুমে কাজ হলে সরকারী টাকা জলে যেত না। এখন পরিস্থিতি যা রয়েছে ততে ফুলহার নদীর জলের স্রোত রোখা সম্ভব হবে না।
বাঁধ তৈরীর দায়িত্বে থাকা মালদা জেলা সেদপ্তরের মহানন্দা ঁডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বদিরুদ্দিন শেখ জানান জমির সমস্যা ছিল।
বিজেপি কোষাধ্যক্ষের গাড়িতে চেপে ভিন রাজ্যে মাদক পাচারের চেষ্টা, গ্রেফতার ৪
তাছাড়া করোনা আবহের জন্য কাজের প্রক্রিয়া করতে সময় লেগেছে। ১ কোটি ৮৮লক্ষ টাকা এই কাজে বরাদ্দ হয়েছে। এখন কেবল বন্যা প্রতিরোধের জন্য জরুরী ভিত্তিতে কাজ হচ্ছে। যদি আসন্ন ফুলহারা নদীর জলের স্রোত এই অস্থায়ী বাঁধ মোকাবিলা করতে পারে তবে এই বাঁধকেই স্থায়ীভাবে মজবুত করা হবে।
আজ সকালে নির্মিয়মান বাঁধ ভেঙে যাওয়ার কারণ নিয়ে তিনি বলেন নতুন মাটি তাই ধসে গেছে। ভয়ের কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
অন্যদিকে মালদা জেলা সেচ দপ্তরের গঙ্গাঁ ডিভিশনের আধিকারিক প্রনব কুমার সামন্ত জানান জেলার তিনটি মূল নদীর জল বাড়ছে।
তবে এখনই বিপদের আশঙ্কা নেই। নজর রাখা হচ্ছে পরিস্থিতি। গঙ্গা, ফুলহার নদীর বেশ কিছু জায়গায় ভাঙণ হচ্ছে। সেই সব এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে।