নির্দেশিকা উপেক্ষা করে লকডাউনের মাঝেই বুকিং শুরু দুই উড়ান সংস্থার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রথম দফার পর চলছে দ্বিতীয় দফার লকডাউন। যা শেষ হবে আগামী ৩ মে। এর পরে সেই মেয়াদ বাড়বে কিনা সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। লকডাউন উঠলেও তা কতটা এবং কীভাবে তাও জানানো হয়নি।

কিন্তু এরই মধ্যে ১৬ মে থেকে সফরের জন্য স্পাইসজেট ও গো-এয়ার সংস্থার টিকিট পাওয়া যাচ্ছে।

ইন্ডিগো এবং ভিস্তারা ১ জুন থেকে সফরের টিকিট বিক্রি করছে। যদিও সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া অবশ্য এখনও টিকিট বিক্রি শুরু করেনি।

সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের লালারসের নমুনা পরীক্ষার ব্যবস্থা

প্রথম দফার লকডাউনে কিছু টিকিট বিক্রি করেছিল বেশকিছু বিমান সাংস্থা। কিন্তু লকডাউন বাড়িয়ে দেওয়ায় তা বাতিল করতে হয়েছিল।

গত সপ্তাহেই কেন্দ্রীয় বিমান মন্ত্রকের পক্ষ থেকে সমস্ত বিমান সংস্থাগুলিকে টিকিট না বিক্রি বন্ধ করার কথা জানিয়ে দেওয়া হয়।

১৮ এপ্রিল দেওয়া সেই নির্দেশ সত্বেও বিভিন্ন সংস্থা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বিক্রি শুরু করে দিয়েছে।

যদিও বিমানে সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে তা এখনও স্পষ্ট হয়নি।

এর আগে সামাজিক দুরত্বের কথা মাথায় রেখে মাঝের আসন খালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তাতে কি কোনও সুরাহা মিলবে? এতে নতুন করে সমস্যায় পড়তে পারে বিমান সংস্থাগুলি।

সম্পর্কিত পোস্ট