তৃণমূলে যোগদানের আগে মমতার সঙ্গে সাক্ষাতে ফেলেরিও
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবারই তৃণমূলে যোগ দিতে চলেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও। তার আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তিনি৷
এদিন ফেলেরিও এবং মমতার সাক্ষাতে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তৃণমূলে যোগদান করলেন তিনি৷
সোমবারেই কংগ্রেসের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন গোয়ার বর্ষীয়ান রাজনীতিবীদ লুজিনহো ফেলেরিও। এরপরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় মমতার সুনাম।
তিনি বলেন, বিজেপিকে মোকাবিলা করতে পারেন মমতাই৷ মমতা একজন “স্ট্রিট ফাইটার” বলে দাবী করেন তিনি। তখন থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি। তবে তাঁর তৃণমূল যোগ ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা।
শুধুমাত্র ফেলেরিও নয়, তৃণমূলে যোগদানের জন্য কলকাতায় উপস্থিত হয়েছে আরও ১৫ জনের টিম। সেই তালিকায় রয়েছেন এমজিপির বিধায়ক লাভু মাম্লেদার, কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক এন শিবদাস, কংগ্রেসের সাধারণ সম্পাদক ইয়াতিশ নায়েক, মারিও পিন্টো, বিজয় পাই সহ একাধিক নেতৃত্ব৷ প্রত্যেকেই ফেলেরিও ঘনিষ্ঠ।