গোয়ায় তৃণমূলের অ্যাসিড টেস্ট, উত্তরপ্রদেশে কড়া চ্যালেঞ্জের মুখে যোগী
- দ্য কোয়ারি ওয়েবডেস্ক: বাংলার চার পুরনিগমের ভোট গণনার পাশাপাশি আজই গোয়া, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে বিধানসভা ভোট হচ্ছে। সেই দিকেও নজর আছে রাজ্যবাসীর। বিশেষ করে গোয়ায় এবার লড়াই করছে তৃণমূল। তাই বাঙালির যথেষ্ট আগ্রহ আছে এই বিধানসভা ভোট নিয়ে।
গোয়ার ৪০ টি, উত্তরাখণ্ডের ৭০ টি আসনে আজ ভোট হচ্ছে। এই দুই রাজ্যের সবকটি আসনের ভোট আজই হচ্ছে। পাশাপাশি উত্তরপ্রদেশের দ্বিতীয় দফার ভোট আজ। সে রাজ্যের ৫৫ টি আসনে ভোট নেবে নির্বাচন কমিশন।
গোয়ার ৪৯ টি আসনেই লড়াই করছে তৃণমূল নেতৃত্বাধীন জোট। ২৬ টি তে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। ১৩ টি তে প্রার্থী আছে শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির। একটি আসনে তারা নির্দল প্রার্থীকে সমর্থন করছে।
গোয়ায় এবারের লড়াই চতুর্মুখী হলেও উত্তরাখণ্ডে মূল লড়াই বিজেপি ও কংগ্রেসের মধ্যে। যদিও রাজ্যের সব কটি আসনে প্রার্থী আছে অরবিন্দ কেজরিওয়ালের আপের। বিধানসভা ভোটের মুখে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা দল ছাড়ায় যথেষ্ট চাপে আছে বিজেপি।
অপরদিকে উত্তরপ্রদেশের যে ৫৫ টি আসনে আজ ভোট হবে সেখানে সমাজবাদী পার্টির সঙ্গেই বিজেপির মূল লড়াই হচ্ছে। যদিও পূর্ব উত্তরপ্রদেশের এই এলাকার বেশ কিছু কেন্দ্রে কংগ্রেসের ভালো প্রভাব আছে। গতবার এই ৫৫ টি আসনের মধ্যে ৩৮ টি তে জয়ী হয়েছিল বিজেপি। সমাজবাদী পার্টির দখলে গিয়েছিল ১৫ টি আসন। কংগ্রেস পেয়েছিল ২ টি আসন।
এই এলাকার বেশকিছু হেভিওয়েট বিজেপি নেতা ও মন্ত্রী ভোটের ঠিক মুখে দল ছেড়ে সমাজবাদী পার্টিতে আসায় যথেষ্ট চাপে আছে গেরুয়া শিবির।
এদিকে গোয়া ও উত্তরপ্রদেশে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হলেও উত্তরাখণ্ডে আটটায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।