সীমান্তে উদ্ধার ৩৪ লক্ষ টাকার সোনা, আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যোগসূত্রের খোঁজ চালাচ্ছে পুলিশ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সীমান্তে সোনাসহ পাচারকারী গ্রেফতার। উদ্ধার করা হয়েছে একটি মোটরবাইক।উদ্ধার হওয়া সোনার ওজন ৭১২গ্রাম। যার বাজার মূল্য ৩৪ লক্ষ টাকা। উদ্ধার হওয়া সোনা গুলি তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেয়া হয়েছে।ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমা স্বরুপনগর থানার ভারত-বাংলাদেশ বিথারী সীমান্তে ঘটনা। ধৃত পাচারকারীকে  শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

শুক্রবার ভোররাতে হাফিজুল সর্দার নামে এক পাচারকারী মোটর বাইকে করে বিথারী সীমান্তের দিকে এলে ১১২, নম্বর ব্যাটেলিয়ান এর সীমান্তরক্ষী বাহিনীর জ‌ওয়ানদের সন্দেহ হয়।ওই ব্যক্তিকে বিএসএফ দাঁড়াতে বললে পালানোর চেষ্টা করে সে। তাকে তাড়া করে বিএসএফ জওয়ানরা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৭১২ গ্রাম সোনা,যার বাজার মূল্য প্রায় ৩৪,লক্ষ টাকা, ও একটি মোটর বাইক আটক করে বিএসএফ ।

ভোট পরবর্তী হিংসা সহ একাধিক দাবিতে শাসক দলের বিরুদ্ধে ডেপুটেশন বিজেপির

সোনা পাচারকারীকে স্বরুপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধার হওয়া সোনা গুলি তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। এই পাচারের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের কোন যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় পাচারকারীর নাম হাফিজুল মণ্ডল। বাড়ি আমুদিয়া সীমান্তে । ধৃত হাফিজুলকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

সম্পর্কিত পোস্ট