কলকাতার রাজপথে ‘গোলি মারো’ স্লোগান, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুরসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রবিবার কলকাতায় শহীদ মিনারে সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু অমিত শাহের সভা শুরু হয়ার আগেই বিজেপির একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ পায়। দিল্লির ধাঁচে একদল বিজেপি সমর্থক কলকাতার রাস্তায় “দেশ কে গদ্দার কো, গোলি মারো…” স্লোগান দেন। যা নিয়ে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। এরপরেই কলকাতা পুলিশের তৎপরতায় রাতভর অভিযান চালিয়ে তিনজন বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ মুম্বইকে বাঁচাতে আসছেন তিন দাপুটে অফিসার

সূত্রের খবর, ধৃতরা হলেন সুরেন্দ্র কুমার তিওয়ারি, ধ্রুব বসু এবং পঙ্কজ প্রসাদ। তিনজনেই পদ্ম শিবিরের আইনজীবী সেলের সদস্য বলে দাবী করছে পুলিশ। রবিবার রাজপথে উস্কানিমূলক মন্তব্যের জন্য দোষীদের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় ফৌজদারি দণ্ডবিধির ১৫৩-এ, ৫০৫, ৫০৬ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়।

পুলিশ সূত্রের খবর, সদর স্ট্রিট লাগোয়া টোটি লেন থেকে সুরেন্দ্র তিওয়ারি, হরিদেবপুর থেকে ধ্রুব বসু এবং ভাবনীপুর এলাকা থেকে প্নকজ প্রসাদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাঁদের ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়।

আরও পড়ুনঃ #BGM:ছক্কার লক্ষ্যে ব্যাট হাতে মমতা, শুরু হল তৃণমূলের মেগা ইভেন্ট

রবিবারেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণের পর এধরনের স্লোগান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বামেরা। সেইসঙ্গে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন সিপি(আই)এম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।

এধরনের ঘটনা প্ররোচনামূলক বলে দাবী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি দেখে দোষীদের শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

সম্পর্কিত পোস্ট