লকডাউনে ভালো খবর, নীরবতায় স্বতঃস্ফূর্ত মিলন দুই জায়ান্ট পান্ডার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঠিক বিলুপ্তপ্রায় ওদের বলা যায় না। কিন্তু ওদের সংখ্যা যে দ্রুত কমে আসছে, তা নিয়ে কোনও সংশয় নেই। তাই হংকং-য়ের চিড়িয়াখানায় দুটি জায়ান্ট পান্ডার সফল মিলন বড় খবর বৈকি।

নভেল করোনা ভাইরাস যখন গোটা পৃথিবীকে ভীত সন্ত্রস্ত করে ফেলেছে, লকডাউনে চলে যাচ্ছে দেশে দেশে সব শহর, সেই বিশ্বজোড়া মহামারীর মধ্যেও প্রাণ যে বয়ে চলেছে তার প্রমাণ রাখল ‘ওশান পার্ক’ চিড়িয়াখানার ইংইং আর লেলে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের প্রেস বিবৃতিতে জানিয়েছে অনেক বছর এখানে আছে এই দুজন, এবং গত ১০ বছর ধরে অনেকবার এদের মিলন ঘটানোর চেষ্টা হয়েছে। কিন্তু সাফল্য আসেনি।

আরও পড়ুনঃ এ এক অন্য আমার শহর….

এখন লকডাউনের কারণে চিড়িয়াখানা জানুয়ারির শেষ সপ্তাহ থেকে বন্ধ। যেহেতু কোনও মানুষজনের ভীড় নেই, তাই নিস্তব্ধ পরিবেশে ওরা দুজন ঘনিষ্ট হয়েছিল। এখন দেখার এই মিলনের ফলে ইংইং সত্যি সত্যিই সন্তানসম্ভবা হয় কি না।

যদি সেটা সত্যি হয়, তবে তা বুঝতে বুঝতে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আশাবাদী যে এবার ইংইং তাদের নিরাশ করবে না।

চিড়িয়াখানার এক্সিকিউটিভ ডিরেক্টর মাইকেল বুস জানিয়েছেন, ‘আমরা যে কিছু শিশু জায়ান্ট পান্ডার আগমণের আশা করছি, তার বড় কারণ এবার ওদের মিলন স্বাভাবিকভাবে হয়েছে। কৃত্রিমভাবে মিলন ঘটানো হয়নি। স্বাভাবিক স্বতঃস্ফূর্ত মিলন সবসময়ই কৃত্রিম মিলনের তুলনায় কার্যকরী বেশি হয়।’

সম্পর্কিত পোস্ট