Google AI : বিনামূল্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কোর্স করার সুযোগ দিচ্ছে Google
Google AI সম্প্রতিই প্রযুক্তির জগতে জোয়ার এনেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স।
The Quiry : Google AI সম্প্রতিই প্রযুক্তির জগতে জোয়ার এনেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। এআই’র দৌলতে ইতিমধ্যেই চাকরি খুইয়েছেন হাজার হাজার মানুষ। আগামী কয়েক বছর পর চাকরি পেতে গেলে বা চাকরি টিকিয়ে রাখতে গেলে অবশ্যই প্রয়োজন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে সম্যক জ্ঞান। তবে এবার বিনামূল্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কোর্স করার সুযোগ দিচ্ছে Google।
১. ইন্ট্রোডাকশন টু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল – এন্ট্রি লেভেলে মাইক্রো লার্নিং নিয়ে কোর্স এটি।
২. ইন্ট্রোডাকশন টু রেসপন্সিবল এআই – কীভাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্য়বহার করা হয় এবং গুগল কীভাবে তাদের বিভিন্ন প্রোডাক্টে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় , তা নিয়েই গুগল এই কোর্স তৈরি করেছে।
৩. জেনারেটিভ এআই ফান্ডামেন্টাল – জেনারেটিভ এআই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ও রেসপন্সিবল এআই নিয়ে তৈরি গুগলের এই কোর্স। কোর্স শেষের পর গুগলের তরফে একটি ব্যাজও দেওয়া হবে।
৪. ইন্ট্রোডাকশন টু ইমেজ জেনেরেশন – ছবিতে কীভাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়, সে সম্পর্কে শিক্ষা দেবে গুগলের এই কোর্স।
৫. ইন্ট্রোডাকশন টু জেনেরেটিভ এআই – জেনেরেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মূল বিষয়বস্তুর সঙ্গে আপনার পরিচয় করায় এই কোর্স। অপারেশনাল মেকানিজম নিয়ে শিক্ষা দেয় এই কোর্স।
Google AI : বিনামূল্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কোর্স করার সুযোগ দিচ্ছে Google
আরও খবর- Hyderabad Museum : মোটা অঙ্কের বেতনের বিনিময়ে চাকরি , সুযোগ দিচ্ছে হায়দ্রাবাদের মিউজিয়াম
ডিজিটাল যুগে রয়েছি আমরা। ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি, দৈনন্দিন সমস্ত কাজেই আমরা যন্ত্রনির্ভর হয়ে উঠছি। ডিজিটাল স্ক্রিনে বন্দি সকলে। যত সময় এগোচ্ছে, ততই অত্যাধুনিক হচ্ছে প্রযুক্তি। নিত্যদিনই নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে।