বিজেপিতে ভাঙন অব্যাহত, ভুল শুধরে ফের তৃণমূলে ফিরলেন গোসাবার বরুন প্রামানিক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের বিজেপিতে ভাঙ্গন। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন গোসাবার পরাজিত বিজেপি প্রার্থী বরুন প্রামানিক। মাস ছয়েক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।

রবিবার স্থানীয় ব্লক সভাপতি শ্যামাপদ চক্রবর্তীর হাত থেকে ফের দলীয় পতাকা হাতে তুলে ঘাসফুলে ফেরত এলেন চিত্তবাবু। যার ফলে নতুন করে সাংগঠনিক দিক থেকে চাঙ্গা হয়ে উঠেছে গোসাবা ব্লক তৃণমূল নেতৃত্ব।

দলে ফিরে এসে চিত্তবাবু বলেন, দল আমাকে পুনরায় গ্রহণ করেছে, তাতে কৃতজ্ঞ। দল যেভাবে কাজ করাবে আমি প্রস্তুত। একইসঙ্গে তিনি জানান, আগামী উপনির্বাচনে গোসাবা অন্য কেন্দ্রগুলি থেকে ভালো ফল করবে। তিনি তাঁর এলাকা থেকে লিড দেবেন বলেও দাবি করেছেন। এদিন একই সঙ্গে তিনি এলাকাবাসীর কাছে তার পাশে থাকার আবেদন জানান।

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জোয়ারে গা ভাসিয়ে ছিলেন গোসাবার চিত্তবাবু। শুভেন্দু অধিকারীর হাত থেকে বারুইপুরের একটি সভায় পদ্ম পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি । নির্বাচনে তাকে প্রার্থীও করে বিজেপি। কিন্তু জয়ন্ত নস্করের কাছে প্রায় ২৩ হাজার ভোটে পরাজিত হন। ফলাফল ঘোষণার পর থেকেই বরুণ প্রামাণিকের সঙ্গে দূরত্ব তৈরি হয় গেরুয়া শিবিরের।

ক্রমশ রাজনীতির ময়দান থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন তিনি। দিন কয়েক আগেই সুন্দরবন জেলার সভাপতি এবং কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের সঙ্গে দেখা করে আসেন তিনি। তখন থেকেই জল্পনা শুরু হয় দলবদল করতে পারেন বরুণ প্রামাণিক।

অবশেষে সেই দলবদলের জল্পনাতে রবিবার সীলমোহর পরে। যেভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক বাড়ছে, তাতে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন উপ-নির্বাচনে ঘুরে দাঁড়ানো বিজেপির পক্ষে বড় চ্যালেঞ্জ।

সম্পর্কিত পোস্ট