সমাবর্তনের আগের দিনই উপাচার্যকে শোকজ আচার্যের
শুক্রবার কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হওয়ার কথা। তার ঠিক আগের দিনই উপাচার্যকে শোকজ করলেন আচার্য।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য বনাম রাজ্যপাল সঙ্ঘাত এবার চরমে। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়কে শোকজ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এই বিষয়ে একটি টুইট করেছেন রাজ্যপাল।
শুক্রবার কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হওয়ার কথা। তার ঠিক আগের দিনই উপাচার্যকে শোকজ করলেন আচার্য।
Notice u/s 9 of Cooch Behar Panchanan Barma University Act has been issued to VC Debkumar Mukhopadhyay- thus setting process for consideration of his removal from the office of VC. His response u/s section 9(7) of Act has been sought within 14 days and he may avail oral hearing
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 13, 2020
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল ওরফে আচার্য জগদীপ ধনকরকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ তুলে বুধবার টুইটারে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুনঃ রাজ্যপালের উত্তর না আসায় আমন্ত্রন পত্রে রাখা হয়নি নাম,দাবি বিশ্ববিদ্যালয়ের
টুইটে রাজ্যপাল জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। ঘটনার জেরে বিতর্ক দেখা দেয়।
নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আচার্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান হয়। কিন্তু এক্ষেত্রে কেন রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়নি বা অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে কেন তাঁর নাম রাখা হয়নি? তা নিয়ে শুরু হয় গুঞ্জন ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় বলেন “আমরা বিধি মেনে তাঁকে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু তাঁর কাছ থেকে উত্তর না আসায় আমন্ত্রণপত্রে তাঁর নাম রাখা যায়নি।”
কিন্তু রাজ্যপাল উষ্মা প্রকাশ করে অভিযোগ করেন, সমাবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে কিছুই জানাননি। উষ্মা এবার বদলে গেল পদক্ষেপে। উপাচার্যকে শোকজ করলেন রাজ্যপাল।
বিশ্ববিদ্যালয়ের আইন ভাঙার দায়ে তাঁকে কেন বরখাস্ত করা হবে না? ১৪ দিনের মধ্যে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপাচার্যকে নির্দেশ দিলেন আচার্য। এই শোকজ নোটিস বৃহস্পতিবার উপাচার্যকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে রাজভবন জানিয়েছে।
আরও পড়ুনঃ বিধানসভায় নীরব, রাজভবনে সরব, মনোজের ভূমিকায় উঠছে প্রশ্ন
লিখিত ভাবে উত্তর দিতে না চেয়ে উপাচার্য যদি মৌখিক ভাবে উত্তর দিতে চান সেক্ষেত্রে ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টেয় রাজভবনে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন বলে রাজভবন সূত্রে জানানো হয়েছে।
শোকজের প্রসঙ্গে উপাচার্য জানিয়েছেন, ‘শোকজের চিঠি পাইনি। চিঠি পেলে তার জবাব দেব।’
প্রসঙ্গত, আগামীকাল পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। তার আগে উপাচার্যকে শোকজ করায় রাজ্য বনাম রাজ্যপাল তরজা যে আরও বাড়ল তা স্পষ্ট।