Bengal dairy : দুগ্ধ চাষীদের উৎসাহ দিতে বাড়ছে সরকারী ভাতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দুগ্ধ চাষীদের উৎসাহ দিতে রাজ্য সরকার বাংলা ডেয়ারি ( Bengal dairy )দুগ্ধ সমবায় প্রকল্পের আওতায় থাকা দুধের সহায়ক মূল্য এবং উৎসাহ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দুধের সহায়ক মূল্য লিটার প্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৪ টাকা করা হয়েছে।

Bengal dairy

একইসঙ্গে ইন্সেন্টিভ এর পরিমান লিটার পিছু চার টাকা থেকে বাড়িয়ে সাত টাকা করা হচ্ছে সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের ৭০ হাজারের বেশি দুগ্ধ চাষী উপকৃত হবেন। রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এক আধিকারিক জানান, একমাত্র বাংলা ডেয়ারি ( Bengal dairy )ব্র্যান্ডের অধীনে রাজ্য সরকারের দুধ এবং দুগ্ধজাত পণ্যগুলি ছাড়া অন্য সমস্ত ব্র্যান্ডের দুধ এবং দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে।

রাজ্যপালের বিরুদ্ধে এক্তিয়ার বহির্ভূত ভাবে বিধানসভাজের কা হস্তক্ষেপের অভিযোগ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগকে নির্দেশ দিয়েছেন দুধের দাম না বাড়িয়ে সাধারণ মানুষের উপর বোঝা এড়াতে, বিশেষত কোভিড (Covid) মহামারীর পরে। পশ্চিমবঙ্গ সরকার (West bengal Govt)দুধ চাষীদের সংগ্রহমুল্যের টাকাও দ্রুত মিটিয়ে দিতে উদ্যোগী হয়েছে। প্রাণিসম্পদ দফতর সূত্রে খবর, আগে চাষীদের টাকা পেতে প্রায় ২ মাস সময় লাগত। এখন ১০ দিনের মধ্যে টাকা সরাসরি প্রাপকের ব্যাংক একাউন্টে জমা পড়ে যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট