সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবেঃ স্যাট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ডি এ মামলায় ফের জয়ী হলেন সরকারি কর্মচারীরা। বুধবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল (স্যাট) স্পষ্ট জানিয়ে দিল, সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে।
এদিন রাজ্য সরকারের রিভিউ পিটিশন খারিজ করে স্যাট এই রায় দিয়েছে। চার মাস আগেই এই মামলার রায়দানের কথা ছিল।
কিন্তু, লক ডাউনের কারণে তা পিছিয়ে যায়। অবশেষে এদিন রায় দান করে বিচারপতি রঞ্জিত কুমার বাগ এবং বিচারপতি সুবেশ কুমার দাসের ডিভিশন বেঞ্চ।
প্রথমে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা চেয়ে স্যাটে আবেদন জানিয়েছিল কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়ীজ, ইউনিটি ফোরাম এবং রাজ্যের অর্থদফতরের এক কর্মী। কিন্তু, তাদের সেই আবেদন খারিজ করে দিয়েছিল স্যাট।
সিলেবাসে নেই ধর্মনিরপেক্ষতা-নাগরিকত্ব-দেশভাগ, স্তম্ভিত মমতা
সেই রায়কে চ্যালেঞ্জ করে তাঁরা কলকাতা হাইকোর্টে আবেদন জানান। কলকাতা হাইকোর্ট রায়ে জানিয়েছিল মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের অধিকার। সেইসঙ্গে মামলাটি পুনরায় স্যাটেই পাঠিয়ে দিয়েছিল। এরইমধ্যে রাজ্য সরকার এই রায় পুনর্বিবেচনার জন্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিভিউ পিটিশন করে।
সেখানেও রাজ্য সরকারের আর্জি খারিজ করে ডিভিশন বেঞ্চ জানায় রাজ্যের সরকারি কর্মচারীদের কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে কি না এবং অন্য রাজ্যে কর্মরত এরাজ্যের কর্মচারীদের সঙ্গে মহার্ঘভাতায় বৈষম্য থাকবে কি না তা ঠিক করবে স্যাট।
আবেদনকারী সরকারি কর্মচারীদের সংগঠন কো অর্ডিনেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম এবং রাজ্যের অর্থদফতরের এক কর্মীর হয়ে মামলায় সওয়াল করেন আইনজীবী সর্দার আমজাদ আলি, বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস সামিম প্রমুখ।