বুধবার কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চায় কেন্দ্র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চাইল কেন্দ্র সরকার। বুধবার দুপুর ২ টো নাগাদ দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্র। এই নিয়ে ষষ্ঠবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছে কেন্দ্র এবং কৃষক সংগঠনগুলি। সরকারের তরফে জানানো হয়েছে, ওই দিনের বৈঠকে সমাধানের পথে হাঁটবেন তাঁরা।

এরইর মধ্যে আদালতে গড়িয়েছে বিষয়টি। সরকার এবং কৃষকদের পক্ষে সমস্যা মেটানো সম্ভব নয় তাই নিরপেক্ষ কমিটি গঠন করে সমস্যার সমাধানের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

এর আগে দীর্ঘ পাঁচ দফায় সরকার এবং কৃষকদের বৈঠকে কোনও সমাধানসূত্র বের হয়নি। এমনকি কৃষকদের সঙ্গে বৈঠক করে সমাধান বের করতে ব্যর্থ হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিকে তিনি কৃষি আইন প্রত্যাহারের দাবীতে অনড় কৃষকরা। অন্যদিকে আইন প্রত্যাহার নয় বরং আলোচনার মাধ্যমে আইনে বদল আনতে চায় সরকার।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে থালা বাজিয়ে প্রতিবাদ জানালেন কৃষকরা

এদিন বৈঠকের কথা জানানোর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল। একাধিকবার কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছেন দুই কেন্দ্রীয় নেতৃত্ব।

সূত্রের খবর, ওইদিনের বৈঠকে কৃষি আইনে বদলের পাশাপাশি কৃষকদের সঙ্গে বিদ্যুৎ বিল, ফসলের নুন্যতম সহায়ক মূল্য নিয়ে কথা বলবেন কেন্দ্র সরকার। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং টমার জানিয়েছেন, সারা দেশজুড়ে কৃষকরা নতুন কৃষি আইনকে স্বাগত জানিয়েছেন। তিনি আশাবাদী দিল্লির সীমান্তে যারা আন্দোলন করছেন তাঁরাও আইনে বদল এনে দ্রুত আন্দোলন তুলে নেবেন।

কিঞ্চু যত সময় যাচ্ছে ততই দিল্লি কৃষকদের আন্দোলন ক্রমাগত বেড়েই চলেছে। বিভিন্ন রাজ্য থেকে কৃষকরা ক্রমাগত আন্দোলনে শামিল হয়েছেন। রবিবার কৃষকদের সঙ্গে দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ আম আদমি পার্টির সদস্যরা।

সম্পর্কিত পোস্ট