জোর করে কৃষকদের সরানো হলে সরকারী অফিসগুলি সবজি বাজারে পরিণত হবে: রাকেশ টিকায়িত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কৃষকদের জোর করে সরানো হলে সরকারী অফিসগুলি সবজি বাজারে পরিণত করা হবে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে এমনটাই হুঁশিয়ারি ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রধান রাকেশ টিকায়িতের (Rakesh Tikait)।
কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতায় দিল্লির সিংঘু, টিকরি এবং গাজিপুর উপকন্ঠে একটানা ১১ মাসের বেশী সময় ধরে আন্দোলন জারি রেখেছেন কৃষকরা। দীর্ঘ ১১ মাস ধরে ন্যাশনাল হাইওয়ের ওপর আন্দোলনের কারণে যাতায়তে সমস্যা হচ্ছে। তাই ওই রাস্তা খুলে দেওয়ার সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ে।
এর পরেই আদালতের কাছে কৃষকদের তরফে জানানো হয়, দিল্লির রাস্তা অবরোধ করে রেখেছে প্রশাসন। দিল্লির রামলীলা ময়দানেই যেতে চেয়েছিলেন তাঁরা। শুক্রবার গাজিপুর এবং টিকরি সীমান্ত থেকে ব্যারিকেড সরিয়ে নেয় পুলিশ। সরিয়ে দেওয়া হয় রাস্তার ওপর আটকে রাখা গুল পেরেক।
শুক্রবার রাত থেকেই দিল্লি উপকন্ঠে উপস্থিত হয়েছেন বহু সংখ্যক কৃষক৷ কেন্দ্রের তরফে কৃষি আইন বাতিল না করা অবধি আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন কৃষক নেতারা৷ কৃষকদের ওপর যাতে না জোর করা হয় সেই জন্যই বিশেষ বার্তা রাকেশ টিকায়িতের।