সরকারি পেনশন প্রাপকদের জন্য সুখবর, পেনশন অ্যাকাউন্ট খোলা যাবে বেসরকারী ব্যঙ্কেও

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকারি পেনশন প্রাপকদের জন্য সুখবর। এবার থেকে রাজ্য সরকারি এবং সরকার পরিচালিত সংস্থার কর্মীরা চাইলে বেসরকারি ব্যাংকেও পেনশন অ্যাকাউন্ট খুলতে পারবেন। পারিবারিক পেনশন প্রাপকরাও এক ই সুবিধা পাবেন।

সম্প্রতি অর্থ দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে , কলকাতা পুরসভার মধ্যে পেনশন প্রাপকরা চাইলে এইচ ডি এফ্ সি এবং এক্সিস ব্যাংক থেকে পেনশন নেওয়ার জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন।

এতদিন রাজ্য সরকার স্টেট ব্যাংক, ইউকো ব্যাংক সহ ১১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পেনশন অ্যাকাউন্ট খোলার অনুমতি দিতে। এবার দুটি বেসরকারি ব্যাংক ও ওই তালিকায় অন্তর ভুক্ত হলো।

বিনা হেলমেটে বাইক নিয়ে রাস্তায় ! তিন মাসের জন্য বাতিল লাইসেন্স ও ১০০০ টাকা জরিমানা

প্রসঙ্গত, কিছু দিন আগে ই পেনশন এবং পারিবারিক পেনশন প্রাপক রা এ টি এম অর্থাৎ ডেবিট কার্ডের মাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে পেনশন তুলতে পারবেন। এমনকি নেট ব্যাংকিং এর মাধ্যমে ও পেনশন তুলতে পারবেন।

করোনা পরিস্থিতি তে বয়স্ক দের ব্যাংকের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে পেনশন তুলতে হতো। এতে তাঁদের করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা তৈরি হতো। এই সমস্যা এড়াতে সরকার ব্যাংকে না গিয়ে ও যাতে পেনশন তোলা যায় তার ব্যাবস্থা করে।

সম্পর্কিত পোস্ট