“গভর্নর কোরাপ্ট পারসন, দুর্নীতিগ্রস্থ, জৈন হাওয়ালা মামলায় অভিযুক্ত”- রাজ্যপালকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সংঘাতে নতুন মোড়। এবার রাজ্যপাল জগদীপ ধানখড় কে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।১৯৯৬ সালের জৈন হাওয়ালা কেলেঙ্কারির চার্জশিটে ধনখড়ের নাম ছিল বলে মুখ্যমন্ত্রী আজ অভিযোগ করেন।

সপ্তাহব্যাপী দার্জিলিংয়ে কাটিয়ে কলকাতায় ফিরে আসার আগে রাজ্যপাল সংবাদমাধ্যমের সামনে কাছে জিটিএ-তে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ তোলেন। নবান্নে এই নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী ক্ষোভে ফেটে পড়েন।তিনি বলেন, “আমি এরকম রাজ্যপাল আগে দেখিনি৷ উনি পুরোপুরি পক্ষপাতমূলক আচরণ করছেন৷ এমন রাজ্যপালকে বাংলা চাই না৷’

’রাজ্যপাল, কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে একই বন্ধনীতে রেখে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলা ভাগের চক্রান্ত চলছে৷ পরিকল্পিতভাবে উত্তরবঙ্গে অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে৷ বাংলার মানুষ সবই দেখতে পাচ্ছেন৷’’ হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘আমি থাকতে বাংলাকে ভাগ হতে দেব না৷’’

চলবে বাস-অটো-টোটো, প্রয়োজনে বন্ধ করে দেওয়া হতে পারে বাজার- নির্দেশিকা বাড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিনি বলেন, ‘‘আপনারা দেখলেন তো একজন রাজ্যপাল দিল্লি থেকে আসার পর চলে গেলেন উত্তরবঙ্গে৷ সেখানে কি কি করেছেন, তা কারও অজানা নয়৷ উনি পরিকল্পিতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছেন৷ উনি এক্তিয়ার বর্হিভূত ভাবে কাজ করছেন৷’’

রাজ্যপাল উত্তরবঙ্গে কি জন্য গিয়েছিলেন? কাদের সঙ্গে দেখা করেছেন তাতেই তার প্রতিটি অভিসন্ধি স্পষ্ট হয়ে উঠেছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। কটাক্ষের সুরে বলেছেন, ‘‘আমরা কি খাবো, কি পরব সেটাও উনি ঠিক করবেন! কোন অফিসার কোথায় যাবেন, সেটাও উনি ঠিক করতে চান৷ ভাবখানা এমন যে উনি ঠিক. আর বাকিরা সব ভুল৷ এমন আচরণ মেনে নেওয়া যায় না৷’’

সম্পর্কিত পোস্ট