রাজ্যের প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে মামলার অনুমতি রাজ্যপালের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনের পরেও সাঁড়াশি চাপে শাসক দলের নেতারা। নারদা কান্ডে অভিযুক্ত রাজ্যের চার প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে সিবিআইকে মামলা করার অনুমতি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
রবিবার ফল ঘোষণার পর বিপুল আসনে জয়লাভ করে তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল। তবুও পুর্বের কর্মকাণ্ডের জন্য আরও একবার খেসারত দিতে হতে পারে রাজ্যের শাসক দলকে৷ নারদাকাণ্ডে অভিযুক্ত রাজ্যের চার প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করার অনুমতি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই চার মন্ত্রী হলেন, মদন মিত্র, ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জী এবং শোভন চট্টোপাধ্যায়।
শাসক দলের তিন নেতার নাম থাকলেও শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান এখনও স্পষ্ট নয়। নির্বাচনের প্রাক মুহুর্তে টিকিট না পেয়ে গেরুয়া শিবির ত্যাগ করেন তিনি। নির্বাচনের ফলাফলের পর মমতা বন্দোপাধ্যায়ের ভুয়সী প্রশংসা করেন তিনি৷
তবে বাকি তিন নেতার নাম জড়ানোয় বিপাকে শাসক দল৷ সিবিআইয়ের আবেদনের পরেই সংবিধানের ১৬৩ এবং ১৬৪ ধারায় মামলার অনুমতি দেন রাজ্যপাল।

সম্পর্কিত পোস্ট