সমাবর্তন অনুষ্ঠানে নাম নেই, ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য বনাম রাজ্যপাল সঙ্ঘাত এ বাংলায় নতুন কিছু নয়। কখনও বিশ্ববিদ্যালয়ের ইস্যু, আবার কখনও বাজেট অধিবেশনের লাইভ কভারেজ নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিধানসভায় রাজ্যপালের ভাষণের পর অনেকেই মনে করেছিলেন রাজ্যের সঙ্গে সংঘাতের ইতি টানলেন তিনি। কিন্তু না। রাজনৈতিক বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণীকে নস্যাৎ করে সংঘর্ষ জারি রাখলেন রাজ্যপাল।
আরও পড়ুনঃ পড়ুয়াদের বিক্ষোভের জের, রাজ্যপাল ছাড়াই শুরু হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান
১৪ ফেব্রুয়ারি কোচবিহার জেলার পঞ্চানন রায় বর্মন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের দিন ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে । কিন্তু সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের তরফে ডাকা হয়নি রাজ্যপাল জগদীপ ধনকড়কে। এতেই বেজায় চটেছেন রাজ্যপাল। টুইটারে ক্ষোভ উগরে দিয়ে রাজ্যপাল বলেন, বিশ্ববিদ্যালয়ের আচার্য যিনি মুখ্য। তাঁর কাছেই কোনো তথ্য নেই। আমরা কোন দিকে যাচ্ছি।
Cooch Behar Panchanan Barma University Convocation will be held on Feb 14. Ministers Partha Chatterjee, Goutam Deb, Rabindra Nath Ghosh and Binay Krishna Barman are invited for the Convocation. Chancellor, who has right to preside, has just no information !Where are we heading !
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 12, 2020
কিছুদিন আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যপালের। কিন্তু নজরুল মঞ্চে ঢোকার মুখেই রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা। পরে পুলিশি তৎপরতায় রাজ্যপালকে গ্রীনরুমে নিয়ে যাওয়া হয়। উপাচার্য সোনালী চক্রবর্তীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনঃ অভিভাষণে নেই লাইভ কভারেজ, টুইটারে ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল
যদিও এই ঘটনা নতুন কিছু নয়। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে একই ঘটনা দেখা যায়। যেখানে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। সেবারেও রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।