ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তার বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করবে সরকার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ইডি-সিবিআই হানা রোজের ঘটনা এখন বাংলায়। কোন‌ও না কোনও তৃণমূল নেতার বাড়ি, ব্যবসায়ীদের অফিসে রেড হচ্ছে। তাঁদের কারণে অকারণে ঠেকে পাঠানো হচ্ছে। শুধু তাই নয়, কংগ্রেস, এনসিপি, শিবসেনা, আপ, আরজেডি-র মতো বিরোধী দলগুলোর একের পর এক নেতার বাড়িতেও হানা দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। তাদের এই অতি সক্রিয়তা ও পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে এবার বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে বাংলার তৃণমূল সরকার।

সোমবার রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, কেন্দ্রীয় এজেন্সির এই অপব্যবহারের বিরোধীতা করে বিধানসভার আগামী অধিবেশনেই প্রস্তাব পাশ করবে সরকার।

বিজেপির মিছিল রুখতে চূড়ান্ত তৎপরতা পুলিশের, নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নবান্ন

রাজ্য বিধানসভায় এই ধরণের প্রস্তাব পাশ করলে তার আইনি প্রভাব তেমন একটা নেই। কিন্তু এর রাজনৈতিক ও সংসদীয় মূলত অপরিসীম। ইতিহাসের পাতায় নথিবদ্ধ থাকবে, কেন্দ্রী এজেন্সি যখন রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছিল তখন সীমিত ক্ষমতার মধ্যেই তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল বাংলা। সরকার সংসদীয় প্রথা মেনেই এর বিরোধিতা করে।

বিধানসভায় এজেন্সির বিরুদ্ধে প্রস্তাব পাশ হলে তা কেন্দ্রীয় সরকারের অস্বস্তি বাড়াবে বলেই রাজনৈতিক মহলের ধারণা।

সম্পর্কিত পোস্ট