গ্রান্ড ওল্ডম্যানের ৯০তম জন্মদিন পালন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারতীয় ফুটবলের প্রবাদপ্রতীম ব্যাক্তিত্ব বদ্রু বন্দোপাধ্যায়ের ৯০তম জন্মদিন পালন করা হলো মোহনবাগান মাঠে। রাজনীতি থেকে মাঠ , সঙ্গে রুপালি জগতের পরিচিতরাও হাজির থাকলেন সবুজ মেরুন ক্লাব এ এই জমকালো ব্যর্থ দে সেলেব্রেশন এর মুহূর্তে। এ যেন চাঁদের হাট। প্রত্যেকটা মুহূর্তই খুব কাছের, আপন , পরম তৃপ্তির।
এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় , শোভনদেব চট্টোপাধ্যায় , প্রাক্তন বিচারপতি শ্যামল সেন , প্রাক্তন কোচ নৈমুদ্দিন , মোহন সচিব সৃঞ্জয় বসু , মোহনবাগান অৰ্থ সচিব দেবাশীষ দত্ত , বাবুন ব্যানার্জী সহ এক ঝাঁক অতীতের প্রাক্তন খেলোয়াড়রা।
এদিন বদ্রুস চয়েস কোচ অব দ্য ইয়ার নির্বাচিত হলেন বাংলা সন্তোষ ট্রফি দলের কোচ রঞ্জন ভট্টাচার্য, প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হলেন মোহন বাগান অনুর্দ্ধ১৫ দলের গোল মেশিন প্রীতম বিশ্বাস। ভারতীয় ফুটবলে সম্ভবত এই প্রথম কোন জীবন্ত কিংবদন্তির নামে পুরষ্কার প্রদান করার মতো বিরল ঘটনার সাক্ষী থাকলেন ফুটবল অনুরাগীরা।
সঙ্গে গানে স্মৃতি চারণে জমজমাট গ্রান্ড ওল্ডম্যানের ৯০তম জন্মদিনের উৎসব। গোটা অনুষ্ঠানটির সংগঠক ছিলেন সান থ্রি গ্রুপের কর্ণধার শান্তনু রায়। এদিন সম্পর্ণ অন্য ছন্দে পাওয়া গেলো ক্রীড়া সাংবাদিক শান্তনু কে। হ্যাপি বার্থ দে – বদ্রু দা , ভালো থাকুন , সুস্থ থাকুন।