GTA- নির্বাচনে নিতে পারেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ২৭ ডিসেম্বর ফের দার্জিলিঙ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি মাসের শেষে দার্জিলিঙ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে এটাই তার প্রথম দার্জিলিঙ সফর।সম্প্রতি দুই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদেও প্রশাসনিক বৈঠক সেরে এসেছেন তিনি।

অক্টোবর মাসেও উত্তরবঙ্গে সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সে বার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করেছিলেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর সফরসূচিতে কোন বারেই দার্জিলিঙ অন্তর্ভুক্ত হয়নি। সে দিক থেকে মুখ্যমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর বিস্তারিত সফরসূচী এখনও তৈরি হয়নি। তবে তাঁর দফতর সূত্রে খবর মেঘালয় থেকে ফিরে আগামী ২৭ শে ডিসেম্বর দার্জিলিঙ যাবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি তার বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি ও থাকতে পারে।

পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ স্থায়ী শান্তি ও উন্নয়নের লক্ষ্যে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী। গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন- জি টি এ র নির্বাচন নিয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতে পারে মুখ্যমন্ত্রীর এই সফরকালে। দিন তিনেকের সফর শেষে ইংরেজি বর্ষবরণের আগেই মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

আগামী বছরের মার্চ-এপ্রিলে খুলে যাবে টালা ব্রিজ

এদিকে, এ মাসেই অসম, মেঘালয় এবং গোয়া সফরে যাচ্ছেন নেত্রী।এই প্রত্যেকটি রাজনৈতিক সফরেই তাঁর সফরসঙ্গী হবেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী আগামী ২০ ডিসেম্বর অসমে যাবেন।তিনি গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দেবেন।

পরদিন ২১ ডিসেম্বর সেখান থেকে সড়ক পথে যাবেন শিলং। মেঘালয়ে সম্প্রতি তৃণমূল যথেষ্ট শক্তি বাড়িয়েছে। কংগ্রেসের ১২ জন কাউন্সিলরকে নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা তৃণমূলে যোগ দিয়েছেন।মমতা এই প্রথম মেঘালয়ে গিয়ে সেখানকার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন।

দলীয় সূত্রে খবর একটি জনসভা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।অসম, মেঘালয় যাওয়ার আগে মুখ্যমন্ত্রী ফের গোয়া যাবেন। ১৩ ডিসেম্বর। আগের দিন সেখানে পৌঁছে যাবেন অভিষেক। গোয়াতে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচি রয়েছে। ওই রাজ্যে দিন কয়েক আগেই মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে তৃণমূলের বোঝাপড়া হয়েছে। কয়েক মাস পরেই সেখানে বিধানসভা ভোট।

সম্পর্কিত পোস্ট