খুলছে জিম, আউটডোর শুটিংয়ে অনুমতি, তাহলে স্কুল খুলছে না কেন? প্রশ্ন অনেকের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা সংক্রমনের হার কিছুটা নিম্নমুখী হওয়ায় রাজ্য সরকার চলতি কোভিড বিধিনিষেধে আরও কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। এক সময় ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত ন’টা পর্যন্ত জিম গুলিকে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

তবে সেখানকার সমস্ত কর্মীদের দুটি ডোজ করোনা টিকা প্রাপ্ত হতে হবে অথবা rt-pcr নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। রাত ন’টা পর্যন্ত খোলা জায়গায় আসন সংখ্যার ৫০ শতাংশ দর্শক নিয়ে যাত্রা মঞ্চস্থ করার অনুমতি দেওয়া হয়েছে। বদ্ধ জায়গায় সর্বাধিক ২০০ জন অথবা আসন সংখ্যার ৫০ শতাংশ যেটি কম হবে সেই সংখ্যক দর্শক নিয়ে যাত্রা মঞ্চস্থ করা যাবে বলে নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কোভিড বিধি-নিষেধ কঠোর ভাবে পালন করে, শারীরিক দূরত্ব বিধি মেনে সিনেমা এবং টিভি সিরিয়ালের আউটডোর শুটিং এর অনুমোদন দেওয়া হয়েছে।এখানেই দানা বেঁধেছে বিতর্ক। যেখানে ধীরে ধীরে সবকিছুরই অনুমতি দেওয়া হচ্ছে , সেখানে স্কুল-কলেজে নয় কেন?

বিশ্বের অন্যান্য দেশেও ওমিক্রন হানায় তড়তড়িয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এই আবহে ফের একবার তালা ঝুলেছে স্কুল, কলেজের দরজায়। তবে করোনার নামে স্কুল বন্ধ রাখার যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না অনেকেই। অভিভাবক থেকে শুরু করে চিকিৎসকদের একাংশের মত, ১৫-১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে।  তাহলে কেন ৫০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে ক্লাস শুরু করা হচ্ছে না!

আচমকা শারীরিক অবস্থার অবনতি, প্রয়াত প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ

আর কতদিন এভাবে চলবে তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। কারণ অনলাইনে ক্লাস করার মত পরিকাঠামো অনেকেরই থাকে না তাহলে সেক্ষেত্রে দীর্ঘ দুই বছর ধরে পড়াশোনার গন্ডির আওতার বাইরে তারা। অর্থাভাবে অনেকেই পড়াশুনো ছেড়ে দিয়ে বিভিন্ন কাজের দিকে ঝুঁকছেন। বেড়েছে স্কুল ছুটের হারও। রাজ্য সরকারের উচিত অবিলম্বে বিষয়টি বিবেচনা করা।

প্রসঙ্গত বিশ্ব ব্যাংকের ডিরেক্টর জেমি সাভেদ্রা জানাচ্ছেন শিশুদের টিকাকরন না হওয়া পর্যন্ত যে তাদের বাইরে নিয়ে যাবে যাওয়া যাবে না এমন কোন বৈজ্ঞানিক যুক্তি নেই। টিকা নিয়ে অনেকেই দুবার তিনবার করে করোনা আক্রান্ত হয়েছেন। স্কুল খোলা এবং করোনার মধ্যে কোন যোগ নেই। তাই এই পরিস্থিতিতে স্কুল খোলা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

উল্লেখ্য রাজ্য সরকারের এই নীতি নিয়ে আগেই বামপন্থী ছাত্র সংগঠনগুলো সুর চড়িয়েছিল। তাদের দাবি মেলা হচ্ছে। খোলা সিনেমা হল, শপিং মল। তাহলে স্কুল খোলার বিষয়ে কেন উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার? এই একই প্রশ্নে সরকারকে বিদ্ধ করেছে বিজেপিও।

সম্পর্কিত পোস্ট