বারোশো কিলোমিটার পায়ে হেঁটে বাড়ির পথে প্রতিবন্ধী শ্রমিক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  অনেক শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন লকডাউনের কারণে। পেটে ভাত নেই, পকেটে পয়সা নেই। ফেরার জন্য কোনো গাড়ি নেই। তাই পা ভরসা।

কিন্তু এমন অসহায় মানুষ রয়েছেন যাদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। প্রতিবন্ধকতা নিয়েই হাজার হাজার মাইল পাড়ি দিচ্ছেন তারা। শুধুমাত্র ঘরে ফেরার জন্য।

এরকমই একটি ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের অজয় কুমার সকেতের সঙ্গে। মুম্বাইতে কাজ করতে গিয়েছিলেন তিনি। ছোট থেকে পোলিওর কারণে তাঁর ডান পা অকেজো। একটি মাত্র লাঠিকে ভরসা করেন বাড়ির পথে পাড়ি দিয়েছেন তিনি।

মুম্বাই থেকে তার গ্রামের বাড়ি বারোশো কিলোমিটার । মধ্যপ্রদেশের সেহদল জেলায় তাঁর বাড়ি। নবিমুম্বাইয়ের একটি ছোট্ট দোকানে কাজ করেন তিনি।

৩১ অগাস্টের মধ্যে বাবরি মামলার রায়দান প্রক্রিয়া শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

লকডাউনের কারণে সব কাজ বন্ধ হয়ে গিয়েছে। উপায় না দেখে বাড়ির পথে হাটা শুরু করেছেন তিনি।

তিনি জানান, ওখানে থাকার মত খাবার নেই। কিনে খাওয়ার মত টাকাও নেই আমার কাছে। অগ্যতা বাড়ির দিকে যেতে হচ্ছে।

তাঁকে শ্রমিক স্পেশাল ট্রেনের কথা জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট জানান, ৫ দিন আগে ট্রেনের জন্য তিনি রেজিস্ট্রেশন করেছেন। মেডিকেল সার্টিফিকেটও পেয়েছেন। কিন্তু অপেক্ষা করতে পারছেন না।

সম্পর্কিত পোস্ট