কৃষি বিলের প্রতিবাদ, ক্যাবিনেট মন্ত্রক থেকে ইস্তফা দিলেন আকালি দলের সদস্যা হরসিমরত কৌর বাদল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সংসদের বাদল অধিবেশনে তিনটি অধ্যাদেশ পাশ করাতে চাইছে কেন্দ্র সরকার। তার বিপক্ষে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে পাঞ্জাব ও হরিয়ানা সহ একাধিক রাজ্যের কৃষকরা।

বৃহস্পতিবার কৃষকদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রক থেকে ইস্তফা দিলেন আকালি দলের সদস্যা হরসিমরত কৌর বাদল। কেন্দ্রীয় মন্ত্রীসভায় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক ছিল হরসিমরত কৌরের কাঁধে। এনডিএর পুরাতন শরিক দলের এহেন পদক্ষেপে চাপের মুখে পড়তে হল বিজেপিকে।

কেন্দ্রীয় মন্ত্রীসভায় এই বিল পাশের সময় সম্মতি দিয়েছিলেন হরসিমরত কৌর বাদল। কিন্তু দেশের একাধিক জায়গায় কৃষকরা এই বিলের বিপক্ষে আন্দোলনে শামিল হওয়াতে ক্যাবিনেট থেকে ইস্তফা দিলেন তিনি।

কারণ পাঞ্জাব এবং হরিয়ানার আকালি দলের বিরাট সমর্থন মেলে কৃষকদের কাছ থেকে। আর এই মুহুর্তে কৃষকদের আন্দোলনে তাদের পাশে দাড়াচ্ছে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি। তাই পায়ের তলার মাটি শক্ত করতে এই পদক্ষেপ নিল বিজেপির শরীক দল।

চলতি অধিবেশনে কৃষি নিয়ে তিনটি অধ্যাদেশ পাশ করাতে চাইছে সরকার। যার মধ্যে রয়েছে, কৃষি পণ্যের বাণিজ্য সংক্রান্ত অধ্যাদেশ, কৃষি পরিষেবা এবং কৃষি পণ্যের মূল্যের নিশ্চয়তা সংক্রান্ত অধ্যাদেশ এবং অত্যাবশকীয় পণ্য আইন সংশোধন।

কেন্দ্রের বক্তব্য অনুযায়ী, রাজ্যের বাইরে বেশীমূল্যে পণ্য রপ্তানি করার সুযোগ পাবে চাষিরা। নয়া তিন অধ্যাদেশের ফলে কৃষকরা বেসরকারী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কৃষি পণ্য উৎপাদন করার সুযোগ পাবে।

কৃষকদের দাবী, এই তিন অধ্যাদেশের ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে চাষীদের। বিশেষ করে ছোট চাষীদের ক্ষেত্রে সমস্যা আরও বেশী হবে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/no-one-will-be-deprived-of-durgotsab-the-message-to-the-people-of-the-state-is-love/

বেসরকারী সংস্থার হাতে চলে গেলে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন কৃষকরা।  এর ফলে পণ্য আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে ফড়েদেরও ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

]কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, কৃষকরা সরকারের কাছ থেকে যে সহায়ক মূল্য পান তা একই থাকবে। কৃষকদের ভুল বোঝানো হচ্ছে।

বেসরকারী সংস্থার সঙ্গে যুক্ত হলে চাষিরা শুধুমাত্র বেশী দামে ফসল কিনতে পারবেন তাই-ই নয়। দেশের কৃষিব্যবস্থার আধুনীকিকরণও হবে।

গতকাল মোদি সরকারের কেবিনেট থেকে হরসিমরত কৌর বাদলের ইস্তফার পরে এনডিএ জোটে আকালি দলের অবস্থান নিয়ে সংশয় দেখা দিয়েছে।

আকালি দল এনডিএ জোটে থাকবে কি না তা ভেবে দেখা হবে। এমনটাই সাফ বার্তা দলের প্রধান সুখবীর সিং বাদলের।

সম্পর্কিত পোস্ট