হাথরাসের মামলা চলবে এলাহাবাদ হাইকোর্টেই

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হাথরাসের ১৯ বছর বয়সী দলিত মহিলাকে ধর্ষণ এবং খুনের মামলার শুনানি চলবে হাইকোর্টেই সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

এদিন নির্যাতিতার পরিবারের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করেন আইনজীবী সীমা খুশওয়াহা। প্রধান বিচারপতি এসএ বোবদের কাছে আর্জি জানান, উত্তরপ্রদেশের বাইরে রাজধানীর কোনও আদালতে মামলার শুনানি চলার নির্দেশ দিক আদালত।

প্রধান বিচারপতি এসএ বোবদে জানান, গোটা বিষয়টা এলাহাবাদ হাইকোর্ট হস্তক্ষেপ করুক। কোনও অসুবিধা হলে সুপ্রিম কোর্ট রয়েছে।

এদিন শুরুতেই উত্তরপ্রদেশের সরকারের দেওয়া এভিডেভিড পড়ে শোনান সলিসিটর জেনারেল তুষার মেহতা। নির্যাতিতার পরিবারের সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা, সশস্ত্র পুলিশ এবং সিভিক পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিন আদলতে উত্তরপ্রদেশের ডিজিপির তরফে উপস্থিত ছিলেন হরিশ সালভে। নির্যাতিতার পরিবারকে যে কোনও রকমের সুরক্ষা দিতে তৈরি প্রশাসন।

এদিন নির্যাতিতার পরিবারের তরফে সীমা খুশওয়াহা জানান, সিবিআইয়ের তদন্ত শেষের পর মামলা দিল্লির কোনও আদালতে চলুক। পাশাপাশি সিবিআইয়ের তদন্তের রিপোর্ট সরাসরি আদালতের কাছে জমা দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশের কোনও আদালতেই মামলা নিরপেক্ষভাবে হবে না বলে জানিয়েছেন আইনজীবী ইন্দ্র জয়শিং। সাংবিধানিক আদালতে মামলার রায় চলুক। দাবী বর্ষীয়ান আইনজীবীর।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/financial-disaster-the-sensex-fell-900-points-in-thursday/

পাশাপাশি উন্নাওয়ের মতো হাথরাসের পরিবারকেও সিআরপিএফ নিরাপত্তা দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাসে ১৯ বছর বয়সী দলিত মহিলাকে ধর্ষণ এবং মৃত্যুর ঘটনায় সারা দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

২৯ সেপ্টেম্বর দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার। গভীর রাতে নির্যাতিতার দেহ সৎকার নিয়েও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা।

৩০ তারিখ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে গঠিত এসআইটি ঘটনার তদন্তে নামে। পরে তদন্তের দায়িত্বভার বর্তায় সিবিআইয়ের ওপর।

সম্পর্কিত পোস্ট