৩১ জুলাইয়ের মধ্যে দিতে হবে অতিরিক্ত হলফনামা জমা, রাজ্যের ভোট পরবর্তী হিংসা মামলায় নির্দেশ আদালতের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। যার পালটা হলফনামা জমা দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের জমা দেওয়া হলফনামায় পক্ষপাতিত্বের অভিযোগ করা হয়েছে কমিশনের বিরুদ্ধে। তারই প্রেক্ষিতে এবার রাজ্যকে অতিরিক্ত হলফনামা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
ভোটের ফল ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন দিকে একের পর এক হিংসার ঘটনা উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের পরিস্থিতি। বিজেপির তরফে অভিযোগ, ভোট পরবর্তী পরিস্থিতিতে একাধিক কর্মী খুন হয়েছে। বহু কর্মী ঘরছাড়া। যার প্রেক্ষিতে আদালতে দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা। রাজ্যে এসে তদন্ত করে রিপোর্ট জমা করে জাতীয় মানবাধিকার কমিশন। যেখানে কাঠগড়ায় তোলা হয়েছিল রাজ্য প্রশাসনকে। রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীকে কুখ্যাত দুস্কৃতীর তকমা দেওয়া হয়।
সোমবার কলকাতা হাইকোর্টে হলফনামা পেশ করে রাজ্য সরকার। যেখানে কড়া ভাষায় জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগের জবাব দেয়। অভিযোগ তোলা হয়েছে পক্ষপাতিত্বের। কমিশনের সদস্যদের সঙ্গে বিজেপির প্রত্যক্ষ যোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে। নিরপেক্ষ তদন্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
উত্তর-বঙ্গোপসাগরে নিম্নচাপ, হলুদ ও কমলা সতর্কতা দক্ষিণের একাধিক জেলায়
বুধবার রাজ্য সরকারকে ফের হলফনামা পেশ করার নির্দেশ দিল কলকাতা উচ্চ আদালত। চলতি মাসের ৩১ জুলাইয়ের মধ্যে রাজ্য সরকারের হলফনামা পেশ করতে হবে কলকাতা উচ্চ আদালতে। ওই মামলার পরবর্তী শুনানি হবে ১ অগস্ট। মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা আরও ১৬ টা অভিযোগ পেয়েছি। আমরা পরে একটা অতিরিক্ত রিপোর্ট দেব।”
অন্যদিকে, ওই মামলায় যুক্ত হতে চেয়ে আবেদন করেছেন রাজ্যের দুই বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিক। এই বিষয়ে বৃহত্তর বেঞ্চ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিচারপতি।