খুব ছোট থেকে হাত পাকিয়েছে কিভাবে চিটিংবাজি করতে হয়, অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার দক্ষিণ ২৪ পরগণার কুলতলির জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে একাধিক মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি বলেন, ১০ বছর ধরে মধুপান করেন তিনি।

তারই পাল্টা জবাবে তমলুকে অবস্থান কর্মসুচী থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো চিটিংবাজ খুব কম রয়েছে। তিনি আগে নিজের শিক্ষাগত যোগ্যতায় এমবিএ ব্যবহার করেন না। কারণ তিনি যে বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন তার কোনও অস্তিত্ব নেই। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, ছোট বয়স থেকে হাত পাকিয়েছে কি করে চিটিংবাজি করতে হয়।

নারদা প্রসঙ্গে অভিষেক এর আগেও বহুবার বলেছেন, কাগজে মুড়ে কাকে টাকা নিতে দেখা গিয়েছে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলের সুব্রত বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম এবং কাকলী ঘোষ দস্তিদারদের টাকা নিতে দেখা গিয়েছে। স্যামুয়েল ম্যাথুকে টাকা দিয়ে কেডি এইং করিয়েছেন বলে দাবী করেন শুভেন্দু অধিকারী। আর ঘটনার পিছনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে বলেও দাবী করেন তিনি।

আরও পড়ুনঃ দুই কর্মীর ‘ছাঁটাই’ নিয়ে রাজভবনের অতিরিক্ত মুখ্যসচিবকে তলব হাইকোর্টের

একইসঙ্গে রাজ্যের শাসক দলের ইশারায় ১  ডিসেম্বর সুদীপ্ত সেনকে দিয়ে জেলে বসিয়ে চিঠি লেখানো হয়েছে  বলে অভিযোগ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, মিথ্যা নাম জড়ানো হয়েছে বিমান বসুর। তিনি আরও বলেন, শাসক দলের ইশারায় যারা বিরোধী শক্তি, অধীর রঞ্জন চৌধুরী, সুজন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারীর নাম আনা হয়েছে।

সেইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ এনে শুভেন্দু অধিকারী বলেন, থাইল্যান্ডের একটি ব্যাঙ্কে বিপুল পরিমাণে অর্থ জমা রয়েছে। তাই বিনয় মিশ্র নিয়ে মুখ খুলছেন না তিনি। যিনি ২০১৩ সালে সহ সভাপতি পদে নিযুক্ত ছিলেন তিনি। বিনয় মিশ্রকে সরকারের তরফে নিরাপত্তা দেওয়া হত বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু।

যদিও সোমবার তমলুকের মঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন রামনবমীর দিনে নিজের বাড়িতে পদ্ম ফোঁটাবে শুভেন্দু। একইসঙ্গে তিনি বলেন, ১৬ ফেব্রুয়ারি অভিষেকের বাড়িতেও পদ্ম ফোঁটাবেন তিনি।  কিছুদিন আগেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় খুব শীঘ্রই বিজেপিতে যোগদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। তবে কি সেই জল্পনাই সত্যি হতে চলেছে? জল্পনবা তুঙ্গে।

সম্পর্কিত পোস্ট