স্থাবর অস্থাবর মিলে মাত্র ৬৯ হাজার টাকার মালিক তিনি, হলফনামায় জানালেন মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে নগদ টাকার পরিমাণ এক লক্ষেরও কম ৷ তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তি বা বাড়ি নেই ৷ নেই কোনও গাড়িও ৷ নন্দীগ্রাম কেন্দ্রে মনোনয়ন পত্র পেশ করার সময় দাখিল করা হলফনামায় এ কথা জানিয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী ৷

বুধবার হলদিয়া মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় । সেইসঙ্গে জমা দেওয়া হলফনামায় তাঁর সম্পত্তির পরিমাণ জানা গিয়েছে । তৃণমূল সুপ্রিমোর হাতে নগদ টাকার পরিমাণ এক লক্ষ টাকারও কম ।

হলফনামা বলছে, 2019-20 আর্থিক বছরে মমতার বার্ষিক আয় ছিল 10 লক্ষ 34 হাজার 370 টাকা। 2018-19 আর্থিক বছরে তাঁর বার্ষিক আয় ছিল 20 লক্ষ 71 হাজার 10 টাকা । তারও আগের তিনটি আর্থিক বছরের আয়ের হিসেবও দেওয়া রয়েছে ওই হলফনামায় । তবে তার মধ্যে সর্বোচ্চ আয় 2018-19 অর্থবর্ষেই ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নগদ টাকা রয়েছে 69 হাজার 255 টাকা । কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ন্যাশনাল সেভিং সার্টিফিকেট ধরে মমতার সম্পত্তির পরিমাণ রয়েছে 16 লক্ষ 72 হাজার 352 টাকা 71 পয়সা । ওই সব সম্পত্তির মধ্যেই রয়েছে কিছু অলঙ্কার, যার পরিমাণ 9 গ্রাম 750 মিলিগ্রাম ।তবে তাঁর নামে কোনও গাড়ি বা চাষযোগ্য জমি নেই । অথবা বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য কোনও স্থান নেই ।

অসুস্থ মুখ্যমন্ত্রী , খোঁজ নিলেন না মোদী-শাহ, নিন্দায় সরব তৃণমূল

পৈতৃক সূত্রে তিনি কোনও সম্পত্তির অধিকারীও নন । ব্যাঙ্ক বা অন্য কোনও প্রতিষ্ঠানে তাঁর ঋণের বোঝাও নেই । আয়কর, পণ্য পরিষেবা কর (জিএসটি), পুরসভার সম্পত্তি কর বাবদ কোনও বকেয়াও নেই । এমনকি তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তিও নেই । তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন । হলফনামায় বলা হয়েছে, 1982 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে আইনে স্নাতক হন তিনি ।

বুধবার হলদিয়ায় মনোনয়ন পত্র জমা দিয়ে আবার নন্দীগ্রামে ফিরে আসেন মমতা । ফেরার পর তিনি নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা শুরু করেন । তারপর বিরুলিয়ার কাছে তাঁর পায়ে চোট লাগে । পরিকল্পিতভাবে তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ এরপর তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় । ডাক্তাররা জানিয়েছেন, তৃণমূল নেত্রীর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে ৷

সম্পর্কিত পোস্ট