বলেছিলেন ‘তৃণমূলের সবাই চোর’, সেই সুকান্তকে পাশে নিয়ে মিঠুন বাণী ‘ওদের সবাই চোর নয়’

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ “পিসি চোর, ভাইপো চোর / তৃণমূলের সবাই চোর”
সাম্প্রতিক কালে বিজেপির যেকোনও মিটিং-মিছিলে এই স্লোগান অবধারিত ভাবে শোনা যায়। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের মুখেও এই স্লোগান শোনা গিয়েছে। কিন্তু মঙ্গলবার সবটাই যেন গুলিয়ে গেল। “তৃণমূলের সবাই চোর নয়”, বললেন মিঠুন চক্রবর্তী! এটা গোল করতে গিয়ে সেমসাইড করে বসা নয় তো?

মিঠুন চক্রবর্তী ‘মহাগুরু’। কিন্তু সে তো সেলুলয়েডের পর্দায়। বাস্তবে তিনি এখনও বোধহয় রাজনীতির ময়দানে ‘শিশু অভিনেতা’ থেকে গিয়েছেন। রাজ্যজুড়ে যখন ‘তৃণমূল মানেই চোর’ এই ধারণা তৈরির চেষ্টা চলছে, তখন মিঠুনের এই মন্তব্য বিজেপির যাবতীয় চেষ্টাকে ধূলিসাৎ করে দিতে পারে।

জেলায় জেলায় সিপিএমের মিছিলে জনস্রোত, মিরাকল নাকি পুনর্মুষিকভব

সবচেয়ে বড় কথা, মিঠুন মঙ্গলবার চুঁচুড়ায় যখন ‘তৃণমূলের সবাই চোর নয়’ বলে মন্তব্যটি করছেন তখন তাঁর পাশে বসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যিনি নিজে ওই চুঁচুড়াতে গিয়েই ‘তৃণমূলের সবাই চোর’ বলে এসেছেন কদিন আগে।

মিঠুন চক্রবর্তীর এই মন্তব্যে বিজেপির অভ্যন্তরেই অসন্তোষ তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, রাজনীতির বাইরের লোকদের জামাই আদর করে নিয়ে এলে এমন‌ই হয়।

সম্পর্কিত পোস্ট