কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের, ইস্তফা দিয়েছেন বাবুল-দেবশ্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সন্ধ্যে ৬ টায় কেন্দ্রীয় মন্ত্রীসভার তালিকা প্রকাশ করতে চলেছে মোদী-শাহ জুটি। তার আগেই শিশু ও নারীকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী ইস্তফা দিলেন মন্ত্রীসভা থেকে। ইস্তফা দিয়েছেন বাবুল সু্প্রিয়। ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন। একইসঙ্গে মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়েছেন শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার। ইস্তফা দিয়েছেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।
২০১৯ সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। তখন মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে ২ জন মন্ত্রী স্থান পেয়ছিলেন। দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয় দুজনেই ছিলেন প্রতিমন্ত্রী।
রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু থেকেই এদিন ছিল। এবারের মোদী ক্যাবিনেট থেকে বাদ পড়তে পারেন দেবশ্রী চৌধুরী। বিজেপি সূত্রে খবর, বাংলা থেকে নিশীথ প্রামানিক ও শান্তনু ঠাকুর এবারে মন্ত্রীসভায় জায়গা পাচ্ছেন। সেক্ষেত্রে সাংগঠনিক ক্ষেত্রে বড় কোনো পদ দেওয়া হতে পারে দেবশ্রী চৌধুরীকে।
মোদীর মন্ত্রিসভায় এখন ৫৩ জন মন্ত্রী রয়েছেন। সর্বোচ্চ ৮১ জনকে মন্তিত্ব দিতে পারে কেন্দ্রীয় সরকার। ২৮ জন নতুন মন্ত্রী হতে পারেন। একাধিক মন্ত্রীর মন্ত্রক বদলাতে পারে। বাংলা থেকে ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়, শান্তনু ঠাকুর, সুরিন্দর সিং আলুহালিয়া, জগন্নাথ সরকার ও দীনেশ ত্রিবেদী।
Modi Cabinet- রদবদলের কাউন্টডাউন শুরু দিল্লিতে, বাংলা থেকে সম্ভাব্য কারা?
নাম রয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ারও। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর মধ্যপ্রদেশের নির্বাচনে বড় ভূমিকা ছিল তাঁর। রাজ্যসভায় একটি আসন ছাড়া উল্লেখযোগ্য কিছু পাননি তিনি।ফলে জ্যোতিরাদিত্যর নামই রয়েছে সবার উপরে।
দ্বিতীয় স্থানেই শোনা যাচ্ছে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নাম। যার পদত্যাগের ফলেই অসমের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন হিমন্ত বিশ্বশর্মা। তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ থেকে জিতিন প্রসাদ। সব মিলিয়ে এ দিন শপথ নেবেন ৪৩ জন। কার ভাগ্যে মন্ত্রিত্ব জুটবে, আর কাকে মন্ত্রিত্ব হারাতে হবে তা জানা যাবে সন্ধে ৬ টায়।