Health Recruitment Commission – র মাধ্যমে দ্রত সরকারী হাসপাতালে শূন্যপদ পূরণ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে রাজ্য সরকার স্বাস্থ্যক্ষেত্রে শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে। স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে কোভিডের কারণে গত প্রায় তিন বছর এই নিয়োগ বন্ধ ছিল। তার ফলে বিভিন্ন সরকারি হাসপাতাল সহ স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য প্রশাসনের দৈনন্দিন কাজকর্মও ব্যাহত হচ্ছিল।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার প্রশাসনিক বৈঠকে রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট কমিশনের ( Health Recruitment Commission ) মাধ্যমে বকেয়া সমস্ত নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শেষ করার নির্দেশ দেন। এরপরে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য স্বাস্থ্যকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেন।
Abhishek Banerjee : আদর্শকে মাথায় নিয়ে বাস্তবের মাটিতে পা , রাজনীতি ছাড়তেও প্রস্তুত অভিষেক!
Health Recruitment Commission
জানা গিয়েছে শুধু চিকিৎসক বা নার্সই নয়, স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে অন্যান্য বিভাগেও প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের ( Health Recruitment Commission )উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মেডিক্যাল কলেজ, জেলা ও ব্লক স্থরে একাধিক পদে নিয়োগ নেওয়া হবে। জানা গিয়েছে, আগামী ১ মার্চ থেকে ১৫ মার্চের মধ্যে শুধুমাত্র ১,৮০০ চিকিৎসককে নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে।
একই সঙ্গে প্রায় ৬,১০০ নার্স নিয়োগ হবে। সরকারি বিভিন্ন হাসপাতালে প্রায় ১৬৩ জন ফেসিলেটি ম্যানেজার বা ওয়ার্ড মাস্টার নিয়োগ ( Health Recruitment Commission )করার উদ্যোগ নেওয়া হয়েছে।পাশাপাশি নিয়োগ করা হবে প্রায় ২০০ জন ফার্মাসিস্টকে। মেডিক্যাল বা ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করা হবে প্রায় ১৫০ জন।
মেডিক্যাল কলেজ বা হাসপাতালের পাশাপাশি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজে বা হাসপাতালের জন্য শল্য চিকিৎসক এবং সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হবে। এছাড়া বিভিন্ন হাসপাতালে সহকারী সুপার (নন মেডিক্যাল ) পদে ৭৫ জনকে নিয়োগ করা হবে। এই সমস্ত শূন্য পদের জন্য ১০ মার্চের পর বিজ্ঞপ্তি জারি করা হবে।