আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে আদ্রতা জনিত অস্বস্তি ভোগাবে।
নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। ২০ সেপ্টেম্বর রবিবার এই নিম্নচাপ তৈরীর প্রবল সম্ভাবনা। নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা তে। এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-congress-is-relying-on-the-migration-issue-to-motivate-the-workers-and-supporters-in-the-state/
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ । দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে।সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রী। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি। বাতাসের সর্বোচ্চ জলীয়বাষ্প ৯৪ শতাংশ। সামান্য বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টায় ১.৯ মিমি।
অন্ধ্র প্রদেশ উপকূলের নিম্নচাপ সরে তেলেঙ্গানা ও ছত্রিশগড় এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা জয়সালমীর নাগপুর থেকে ছত্রিশগড়ে লো প্রেসারের মধ্যে দিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আগামী কয়েকদিন অন্ধ্র তেলেঙ্গানা সহ ছত্রিশগড় ভারী বৃষ্টি। গুজরাট মহারাষ্ট্রের মত দক্ষিণের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।