কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে বৃষ্টি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দক্ষিণ ওড়িশা উপকূলে ঘনীভূত গভীর নিম্নচাপ, পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়ে আজ ভবানী পাটনা থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্ব দক্ষিণপূর্বে এবং গোপালপুর থেকে ১১০ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি দক্ষিণ ওড়িশা ও দক্ষিণ ছত্তিসগড় বরাবর পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোনোর এবং ক্রমশ: দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হচ্ছে।
এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১৪ তারিখ পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়া জেলায়। ভারী বর্ষণের হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, হুগলী, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, ও বাঁকুড়া জেলায়। আগামীকালও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ভারী বর্ষণ চলবে কলকাতা, হুগলী, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া ও হাওড়া জেলায়। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড় হাওয়া বয়ে যেতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। মৎস্যজীবীদের আগামী ১৩ তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।